Aparajita Adhya

সুইম স্যুটে জলকেলি অপরাজিতার

কিছুদিন আগে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তাঁর শারীরির কসরতের ভিডিয়োও। আর এ বার সুইম শ্যুটে নিজের ছবি সমাজমাধ্যমে দিয়ে অনুরাগীদের মন জিতে নিয়েছেন তিনি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২২:০৯
Share:

রোগা হতে অনেক কসরত করছেন। এরপরও একটু সাহসী হবেন না!
এত দিন ‘লক্ষ্মীমন্ত গিন্নি বান্নি’ ভাবমূর্তিতে দেখা যেত অপরাজিতা আঢ্যকে। চওড়া লাল পাড় শাড়ি, নাকে নথ, হাত ভর্তি চুরি, গলায় সোনার হার পরে লক্ষ্মী পুজো করতে বসতেন তিনি।
আর এ বার সেই অপরাজিতাকেই দেখা গেল সাঁতারের পোশাকে। নীল জলে ভিজে চুলে গিন্নি বান্নি ভাব উধাও। উলটে মেক আপ ছাড়া অপরাজিতাকে দেখে অষ্টাদশী লাগছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

Advertisement

‘চিনি’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই ওজন অনেকটা ঝরিয়ে ফেলেছেন অপরাজিতা। কিছুদিন আগে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তাঁর শারীরির কসরতের ভিডিয়োও। আর এ বার সুইম শ্যুটে নিজের ছবি সমাজমাধ্যমে দিয়ে অনুরাগীদের মন জিতে নিয়েছেন তিনি।
সমুদ্রে বেড়াতে গিয়েছেন তিনি। কিছুদিন আগে দেওয়া ছবি থেকেই তা বোঝা যাচ্ছিল। সেখানেই কোনও রিসর্টের সুইমিং পুলে নেমেছেন অভিনেত্রী। ছবিতে নীল জলে তাঁকে দেখা যাচ্ছে একটি উজ্জ্বল রানি রঙের সুইম স্যুটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement