‘মেরি পেয়ারি বিন্দু’-র একটি দৃশ্যে অপরাজিতা। ছবি: ইউটিউবের সৌজন্যে।
সাহসটা তিনি দেখিয়েছেন। চ্যালেঞ্জ নিয়েছেন। শাড়ি, ঘাড় খোঁপা, লাল বড় টিপের মা। হিন্দি ফিল্মে ‘মা’ হিসেবেই ডেবিউ করছেন অপরাজিতা আঢ্য। সৌজন্যে পরিচালক অক্ষয় রায়ের ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’। না, চ্যালেঞ্জটা এখানে নয়। চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে ছেলের বয়সে। তাঁর অনস্ক্রিন পুত্র আয়ুষ্মান খুরানার আসল বয়স তিরিশের কোঠা পেরিয়েছে!
প্রথম হিন্দি ছবিতে এত বড় ছেলের মা, রিস্কি মনে হয়নি? হাসতে হাসতে অপরাজিতা বললেন, ‘‘২১ বছর বয়স থেকেই টেলিভিশনে মায়ের চরিত্র করছি। ফলে এটা নিয়ে ভয় পাই না। ভাল অভিনয় করতে চেয়েছি চিরকাল। কিন্তু এই অফারটা পেয়ে প্রথমে না বলে দিয়েছিলাম। তার পর পরিচালক আমাকে বললেন, আপনি রাজি না হলে আমাকে পিছিয়ে যেতে হবে। অন্য ভাবে ভাবতে হবে। আর দেখা হওয়ার পর যে ভাবে বুঝিয়েছিলেন, তাতে একেবারেই রিস্কি মনে হয়নি।’’
আরও পড়ুন, ‘হিরোইনের রোল দেব, কিন্তু তুমিও কিছু দাও, বলা হয়েছিল আমাকে’
গোটা ছবিটা জুড়েই রয়েছেন অপরাজিতা। তবে টলিউডে এ ধরনের চরিত্রে এই মুহূর্তে রাজি হবেন না বলেই জানালেন। তা ছেলে কেমন? ‘মা’ অপরাজিতা বললেন, ‘‘আয়ুষ্মান খুব কোঅপারেটিভ। ডাউন টু আর্থ।’’ বাকিরা? অভিনেত্রীর কথায়, ‘‘আমার বলিউডে কাজের অভিজ্ঞতা অসাধারণ। পরিচালককে তো ভগবান বলে মনে হয়েছে। আসলে ওরা খুব খুঁতখুঁতে। ওদের সুযোগ সুবিধে বেশি, বাজেট অনেক। কিন্তু এই কাজটাই অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও টলিউড অনেক সহজে করে দেবে।’’
এই ছবি নিশ্চয়ই জাতীয় স্তরে পরিচিতি দেবে আপনাকে? অপরাজিতার কথায়, ‘‘অভিনয় জগতে একুশ বছরের জার্নির পর এটা নিয়ে আর আলাদা করে ভাবি না। তবে অন্য ধরনের এক্সপোজার তো বটেই।’’
আরও পড়ুন, ‘হাওড়ায় একজনকে ভালবাসতাম, আমার প্রাক্তন’
ছবি তো হল, এ বার কি হিন্দি টেলিভিশনেও দেখা যাবে অপরাজিতাকে? ‘‘না! বম্বেতে টেলিভিশনে কাজ করব না। ওই ইন্ডাস্ট্রিতে টেলিভিশন আর ফিল্ম পার্সোনালিটিদের মধ্যে খুব পার্থক্য করা হয়,’’ বললেন অভিনেত্রী।
অনস্ক্রিন ছেলে আয়ুষ্মানের সঙ্গে অপরাজিতা। ছবি সৌজন্যে: অপরাজিতা আঢ্য।
‘মেরি পেয়ারি বিন্দু’ মুক্তি পাচ্ছে আগামী ১২ মে। ওই দিনই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের ‘সরকার থ্রি’। বিগ-বির সঙ্গে বাণিজ্যিক টক্কর। বক্স অফিস নিয়ে টেনশনে? অপরাজিতা শেয়ার করলেন, ‘‘ওই দিন কিন্তু ‘পোস্ত’ও রিলিজ করছে। কোনও টেনশন নেই। তবে উত্তেজনা রয়েছে ‘পোস্ত’ নিয়ে। শুক্রবার আমি নিজে কিন্তু ‘মেরি পেয়ারি বিন্দু’ নয়, ‘পোস্ত’ই দেখতে যাব। আর আমাদের ছবিটা যশরাজ ব্যানারের। ফলে বক্স অফিস নিয়ে ‘মেরি পেয়ারি বিন্দু’র ভাবনার খুব একটা কিছু নেই।’’
অপরাজিতা অভিনীত ‘প্রজাপতি বিস্কুট’, ‘সমান্তরাল’, ‘নবাব’ রয়েছে মুক্তির অপেক্ষায়। কাজ চলছে ‘মাটি’, ‘ক্ষুদিরাম’, ‘রসগোল্লা’ ও ‘ছকবাজ’-এর। মুম্বইয়ের একটি বড় হাউজের সঙ্গে নতুন একটি ছবি করার কথাও হচ্ছে অপরাজিতার। তবে কনফার্ম না হওয়ায় এখনই তা নিয়ে মুখ খুলতে চাইছেন না অভিনেত্রী।