Entertainment News

‘ফিলাউরি’ প্রযোজনা করছেন বিরাট? জবাবে অনুষ্কা বললেন...

‘ফিলাউরি’ নাকি তাঁর দ্বিতীয় ‘সন্তান’। এমনটাই মনে করেন প্রোডিউসার অনুষ্কা শর্মা। এর আগে ‘এন এইচ টেন’ প্রযোজনা করেছেন তিনি। কিন্তু কয়েক দিন ধরেই ‘ফিলাউরি’কে ঘিরে এক নতুন গসিপ চলছিল ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলছিলেন, এ ছবির প্রযোজক নাকি অনুষ্কা নন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৪৬
Share:

‘ফিলাউরি’ নাকি তাঁর দ্বিতীয় ‘সন্তান’। এমনটাই মনে করেন প্রোডিউসার অনুষ্কা শর্মা। এর আগে ‘এন এইচ টেন’ প্রযোজনা করেছেন তিনি। কিন্তু কয়েক দিন ধরেই ‘ফিলাউরি’কে ঘিরে এক নতুন গসিপ চলছিল ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলছিলেন, এ ছবির প্রযোজক নাকি অনুষ্কা নন। বরং তাঁর বয়ফ্রেন্ড বিরাট কোহলি নাকি এ ছবি প্রযোজনা করেই ফিল্মি দুনিয়ায় এন্ট্রি নিচ্ছেন। অনুষ্কাকে আর্থিক ভাবে সাহায্য করতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট!

Advertisement

আরও পড়ুন, তাঁর স্টারডমের ছায়ায় ঢাকা পড়েছে অভিষেক, বললেন অমিতাভ

সে সব জল্পনাকে এ বার উড়িয়ে দিলেন খোদ অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় নায়িকা লেখেন “ক’দিন ধরেই শুনছি ‘ফিলাউরি’ নাকি প্রযোজনা করেছে ফক্স স্টার স্টুডিও এবং ক্লিন শ্লেট ফিল্মস। মিডিয়াতে এ সব নিয়ে খবরও দেখলাম। প্লিজ আগে সত্যিটা যাচাই করে নিন। দায়িত্বশীল সাংবাদিকতা অভ্যেস করুন। এ সব খবর করার জন্য লজ্জা পাওয়া উচিত আপনাদের। আপনাদের সো কল্‌ড সোর্সের এই সব ভুল দাবির ভিত্তিতে খবর করে শুধু যে আমাকে বা আমার এত দিনের কাজকে অশ্রদ্ধা করেছেন এমন নয় বরং এই ছবির সঙ্গে যুক্ত সব কলাকুশলীকেই অশ্রদ্ধা করেছেন। কেরিয়ারে সব সময় সম্ভ্রম নিয়ে চলেছি আমি। অনেক মিথ্যে বা ভুল স্টোরি হচ্ছে দেখেও মুখ খুলিনি। কিন্তু তার মানে তো এটা নয় যে আমার চুপ করে থাকাকে দুর্বলতা ভেবে আমার বা আমার টিমের সম্বন্ধে যা খুশি খবর করবেন। আপনাদের কাছে হয়তো এটা শুধুই একটা খবর। কিন্তু মনে রাখবেন এতে কারও জীবনকে নিয়ে খেলা করছেন। এরাই আবার পরে মহিলাদের ক্ষমতায়ন ফিল্মে মহিলাদের ভূমিকা এ সব নিয়ে আলোচনা করবেন। একটা কথা বোধহয় পরিষ্কার করে দেওয়া দরকার আমার ছবি আমি নিজেই প্রযোজনা করতে পারি। আর সেটার প্রোমশনও আমি নিজেই করতে পারব। ধন্যবাদ।’’

Advertisement

সে সব জল্পনাকে এ বার উড়িয়ে দিলেন খোদ অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় নায়িকা লেখেন “ক’দিন ধরেই শুনছি ‘ফিলাউরি’ নাকি প্রযোজনা করেছে ফক্স স্টার স্টুডিও এবং ক্লিন শ্লেট ফিল্মস। মিডিয়াতে এ সব নিয়ে খবরও দেখলাম। প্লিজ আগে সত্যিটা যাচাই করে নিন। দায়িত্বশীল সাংবাদিকতা অভ্যেস করুন। এ সব খবর করার জন্য লজ্জা পাওয়া উচিত আপনাদের। আপনাদের সো কল্‌ড সোর্সের এই সব ভুল দাবির ভিত্তিতে খবর করে শুধু যে আমাকে বা আমার এত দিনের কাজকে অশ্রদ্ধা করেছেন এমন নয় বরং এই ছবির সঙ্গে যুক্ত সব কলাকুশলীকেই অশ্রদ্ধা করেছেন। কেরিয়ারে সব সময় সম্ভ্রম নিয়ে চলেছি আমি। অনেক মিথ্যে বা ভুল স্টোরি হচ্ছে দেখেও মুখ খুলিনি। কিন্তু তার মানে তো এটা নয় যে আমার চুপ করে থাকাকে দুর্বলতা ভেবে আমার বা আমার টিমের সম্বন্ধে যা খুশি খবর করবেন। আপনাদের কাছে হয়তো এটা শুধুই একটা খবর। কিন্তু মনে রাখবেন এতে কারও জীবনকে নিয়ে খেলা করছেন। এরাই আবার পরে মহিলাদের ক্ষমতায়ন ফিল্মে মহিলাদের ভূমিকা এ সব নিয়ে আলোচনা করবেন। একটা কথা বোধহয় পরিষ্কার করে দেওয়া দরকার আমার ছবি আমি নিজেই প্রযোজনা করতে পারি। আর সেটার প্রোমশনও আমি নিজেই করতে পারব। ধন্যবাদ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement