Paatal Lok

‘পাতাল লোক’-এর সাফল্যে অভিভূত অনুষ্কা

অনুষ্কা নিজেও একজন ভাল অভিনেত্রী। তাঁর এই প্রতিভা তিনি কোনও সিরিজ় বা সিনেমা প্রযোজ়নার ক্ষেত্রেও কাজে লাগানোর চেষ্টা করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২০ ০৩:১১
Share:

অনুষ্কা

প্রথম প্রযোজিত ওয়েব সিরিজ়। আর তাতেই বাজিমাত। অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাওয়া ‘পাতাল লোক’-এর বিষয়বস্তু এবং তার পরিবেশনই ওয়েব সিরিজ়টির সাফল্যের আসল চাবিকাঠি। এমনটাই মনে করেন এই সিরিজ়ের অন্যতম প্রযোজক অনুষ্কা শর্মা। নিঃসন্দেহে এই সিরিজ়টি দর্শকদের মুগ্ধ করেছে। আর এই সিরিজ়ের সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা নিজেও। তিনি বলেছেন, ‘‘দশর্কের ভালবাসায় আমি অভিভূত। ‘পাতাল লোক’-এর সাফল্যের আসল চাবিকাঠি এর বিষয়বস্তু। আমি আর কর্ণেশ (ভাই) দর্শককে সব সময় এমন কিছু দেওয়ার চেষ্টা করি, যা তাঁরা আগে কখনও দেখেননি।’’ চিত্রনাট্যের বুননে নিঃসন্দেহে বাজিমাত করেছে ‘পাতাল লোক’।

Advertisement

অনুষ্কা নিজেও একজন ভাল অভিনেত্রী। তাঁর এই প্রতিভা তিনি কোনও সিরিজ় বা সিনেমা প্রযোজ়নার ক্ষেত্রেও কাজে লাগানোর চেষ্টা করেন। অনুষ্কা বলেছেনও, ‘‘আমি যেমন একজন প্রযোজক, তেমন অভিনেতাও। তাই আমার চেষ্টা থাকে, দর্শককে সম্পূর্ণ বিনোদন দেওয়ার। পাশাপাশি এর থেকে আমি নিজেও অনেক কিছু শেখার সুযোগ পাই।’’ গত এক বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অভিনেত্রী অনুপস্থিত। তবে এই সাফল্য নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে মাত্রা যোগ করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement