ছোট পর্দার লক্ষ্মীবাই অনুষ্কা

কঙ্গনা রানাউতের ‘মণিকর্ণিকা’ নিয়ে কোনও চাপ অনুভব করছে নাকি অনুষ্কা? ‘‘কঙ্গনা ইজ় আ লেজেন্ড। লোকে হয়তো তুলনা করবে। কিন্তু আমি ও সব ভাবছি না। নিজের কাজে মন দিচ্ছি বেশি,’’ পরিষ্কার জবাব কিশোরী অভিনেত্রীর।

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

মুম্বই শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১০
Share:

অনুষ্কা

বড় পর্দার পরে এ বার ছোট পর্দায় ঝাঁসির রানিকে দেখবেন দর্শক। রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে পর্দায় দেখা যাবে অনুষ্কা সেনকে। এর আগে যে ষোলো বছরের অভিনেত্রীকে ‘দেবোঁ কে দেব... মহাদেব’ এবং ‘বাল ভীর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। টেলিভিশনে ‘ঝাঁসি কি রানি’তে মুখ্য ভূমিকায় চরিত্রটি পেল কী করে সে? বলল, ‘‘প্রোডাকশন হাউস থেকেই আমাকে ডেকেছিল। বলা হয়েছিল, ২০ দিনের মধ্যে শুটিং শুরু হবে। আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এত বড় শো এত তাড়াতাড়ি কী করে শুরু হতে পারে! তার পরে অডিশনে সিলেক্টেড হই। আর লুক টেস্টের জন্য যাই।’’

Advertisement

কঙ্গনা রানাউতের ‘মণিকর্ণিকা’ নিয়ে কোনও চাপ অনুভব করছে নাকি অনুষ্কা? ‘‘কঙ্গনা ইজ় আ লেজেন্ড। লোকে হয়তো তুলনা করবে। কিন্তু আমি ও সব ভাবছি না। নিজের কাজে মন দিচ্ছি বেশি,’’ পরিষ্কার জবাব কিশোরী অভিনেত্রীর।

ভবিষ্যতে মাস মিডিয়া নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে অনুষ্কার, ‘‘অভিনয় এবং পরিচালনা নিয়েও পড়াশোনা করতে চাই।’’ শুধু ছোট পর্দায় নয়। বিজ্ঞাপনেও বহু কাজ করে ফেলেছে অনুষ্কা। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে গত চার বছরে চোদ্দোটি বিজ্ঞাপনে কাজ করেছে। সেই অভিজ্ঞতা নিয়ে অনুষ্কা বলছিল, ‘‘প্রথম দিন মাহি চাচু আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমার বাড়ি কোথায়। আমি বললাম, ঝাড়খণ্ড। মাহি চাচু নিজেও রাঁচির মানুষ। সেখান থেকেই আমাদের খুব সুন্দর বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল।’’ শুটিংয়ের ফাঁকে ধোনির সঙ্গে নানা রকম খুনসুটিও চলে অনুষ্কার। হাসিমুখে তার মন্তব্য, ‘‘আমরা একে অপরকে টাং টুইস্টার দিয়ে দেখি, কে বেশি ভাল বলতে পারে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement