Entertainment News

বিরুষ্কার রিসেপশন থেকে ফিরে গুরদাস মান কী বললেন জানেন?

পঞ্জাবিদের বিয়ের রিসেপশন, আর সেখানে নাচ হবে না? গুরদাস মানের ভাংড়া ছন্দেই নবদম্পতি মাতিয়ে তুলেছিলেন ডান্স ফ্লোর। বিরাট-অনুষ্কার সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৭
Share:

নবদম্পতিকে কী বললেন গুরদাস? ছবি: গুরদাস মানের টুইটার পেজের সৌজন্যে।

আপাতত বিরাট-অনুষ্কা তাঁদের মুম্বই রিসেপশন নিয়ে ব্যস্ত। আগামী ২৬ ডিসেম্বর তাঁদের সেই দ্বিতীয় রিসেপশনে আমন্ত্রিত গোটা বলিউড এবং ক্রিকেট মহলের বিশিষ্ট জনেরা।

Advertisement

ইতালির তাস্কানিতে গত ১১ ডিসেম্বর স্বপ্নের বিয়ে সেরেছেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। দেশে ফেরার পর গত বৃহস্পতিবার দিল্লিতে প্রথম রিসেপশন হয়েছে। চাণক্যপুরীর তাজ হোটেলের দরবার হলে বসেছিল বিরাট কোহালি ও অনুষ্কা শর্মার প্রীতিভোজের অনুষ্ঠান। হাজির ছিল দুই পরিবার ও আত্মীয়-বন্ধুদের পাশাপাশি বিরুষ্কার ঘনিষ্ঠ ব্যক্তিরা। গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

তবে সব অতিথিদের মধ্যে, নজর কেড়েছিলেন সঙ্গীতশিল্পী গপরদাস মান। হ্যাঁ, বিরাট-অনুষ্কার দিল্লির রিসেপশনে কার্যত মধ্যমণি হয়ে উঠেছিলেন তিনি। কারণ তিনি পৌঁছতেই পুরো ‘মাহোল’ বদলে গিয়েছিল পার্টির।

Advertisement

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

পঞ্জাবিদের বিয়ের রিসেপশন, আর সেখানে নাচ হবে না? গুরদাস মানের ভাংড়া ছন্দেই নবদম্পতি মাতিয়ে তুলেছিলেন ডান্স ফ্লোর। বিরাট-অনুষ্কার সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Hugging each other! ❤️❤️😇 #PureLove #VirushkaReception

আরও পড়ুন, বিরুষ্কার মুম্বই রিসেপশনের আসর কোথায় বসছে জানেন?

আরও পড়ুন, প্রথম দিনই বক্স অফিস কাঁপাল ‘টাইগার জিন্দা হ্যায়’

কিন্তু গুরদাস মানের অভিজ্ঞতা কেমন হয়েছে জানেন? বিরাট-অনুষ্কাকে আশীর্বাদ জানিয়ে ফিরে নিজেই মনের কথা শেয়ার করেছেন শিল্পী। টুইট করে গুরদাস মান লিখেছেন, ‘এসেছিলাম ওঁদের আমার ভালবাসা দিতে, কিন্তু ওঁরা আমাকে আরও বেশি ভালবাসায় ভরিয়ে দিয়েছে। মন থেকে চাই ঈশ্বর ওঁদের ভাল রাখুন…’।

গুরদাস মানের গানে সে দিন পা মেলাতে দেখা গিয়েছিল বিরাটের সতীর্থ শিখর ধবন ও তাঁর স্ত্রী আয়েষাকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement