Anurag Kashyap

শীঘ্রই বিয়ে করছেন কন্যা আলিয়া! মেয়ের বিয়েতে কত খরচ করছেন অনুরাগ কাশ্যপ?

২০২৩-এ প্রেমিকের সঙ্গে আংটিবদল পর্ব সম্পন্ন করেছেন অনুরাগ-কন্যা। ২০২৫-এ গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১৯:৫৪
Share:

কন্যা আলিয়া কাশ্যপের সঙ্গে পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবি-সংগৃহীত।

দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বাগদান-পর্ব সেরেছেন পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। ২০২৩-এই প্রেমিক শেন গ্রেগয়ের সঙ্গে আংটিবদল-পর্ব সম্পন্ন করেছেন অনুরাগ-কন্যা। ২০২৫-এ গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা।

Advertisement

জানা যাচ্ছে, রাজকীয় কায়দায় বিয়ে করতে চলেছেন আলিয়া কাশ্যপ। আর তার বিয়ের পুরো খরচ বহন করতে চলেছেন অনুরাগ। বিয়ের জন্য কত খরচ হলে চলেছে, সেই ইঙ্গিতও দিয়েছেন পরিচালক। সম্প্রতি আলিয়ার পডকাস্টে অনুরাগ মজা করে বলেন যে, তাঁর একটি ছবিতে যা খরচ হয়, সেই পরিমাণ খরচ হচ্ছে আলিয়ার বিয়েতে।

পডকাস্টে অনুরাগ জানান, খুব শীঘ্রই পরবর্তী ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি। তখনই আলিয়া মজার ছলে জিজ্ঞাসা করেন, ‘‘মেয়ের থেকেও কি ছবির কাজ বেশি গুরুত্বপূর্ণ?’’

Advertisement

উত্তরে অনুরাগ বলেন, ‘‘সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে। এক জনের বিয়ে হতে চলেছে। তার বিয়েতে যে পরিমাণ খরচ হচ্ছে, তা সাধারণত আমার কম বাজেটের ছবিগুলিতে হয়ে থাকে।’’

বাজেটের কথা বলতেই আলিয়া বলেন, ‘‘সে ঠিক আছে! আমি তোমার এক মাত্র কন্যা। তুমি ভাগ্যবান যে তোমার আর কোনও সন্তান নেই। তাই আর এত খরচ করতে হবে না।’’ তখন অনুরাগ বলেন, ‘‘তুমি খুশি হলেই আমি খুশি। আমায় একটু কষ্ট করতে হবে।’’

এই পডকাস্টেই আলিয়া জিজ্ঞাসা করেন, অনুরাগ আরও সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করার কথা ভেবেছেন কি না। অনুরাগ জানান, তিনি আর বিয়ে করতে চান না এবং আবার সন্তান লালনপালন করার মতো বয়সও আর তাঁর নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement