একটি গানের ভিডিয়োতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র ও অনুপম রায়। গানের কথা ও সুর অনুপমের। গানটি আগামী সোমবার একটি মিউজিক সংস্থার পক্ষ থেকে মুক্তি পাবে। এই গানের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে অনুপমকে। আগামী দিনে কি টালিগঞ্জ পেতে চলেছে নতুন জুটি? আনন্দবাজার অনলাইনকে অনুপম জানালেন নতুন গানের ইতিহাস। বললেন, ‘‘এই গানটা তৈরি হয়েছে অনেক আগে। গানের আবহ ও কথা অনুযায়ী একটা চরিত্রের প্রয়োজন ছিল। সেই চরিত্রেই সৌরসেনীকে দেখা যাবে। এই গানের ভিডিয়োয় আমিও অভিনয় করেছি। এ ছাড়া আরও চরিত্র রয়েছে এই গানে।’’
‘অটোগ্রাফ’ ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ । ‘আমাকে আমার মতো থাকতে দাও’ শুরুতেই মন কেড়ে নেয় শ্রোতাদের। এর পর বহু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন গায়ক। সারা বছরই ছবির গান নিয়ে ব্যস্ত থাকেন অনুপম। তারই মাঝে আলাদা ভাবে গান বানানোর এই তাগিদ কেন? অনুপমের জবাব, ‘‘আমি যখন স্বাধীনভাবে গান তৈরি করি, তখন সেই গান দর্শকদের দেখানোর জন্য আমাকে মিউজিক ভিডিয়ো করতে হয়। অনেক সময় এমন হয়, আমি যে গানটা লিখেছি বা আবহ করেছি, সেটা কোনও ছবিতে ব্যবহার করতে পারছি না। তখনই স্বাধীন ভাবে গান তৈরি করতে হয়। এটা না করলে তো আমি মনের মতো গান বানাতেই পারব না।’’গানের শিরোনাম ‘দারুণ’। অনুপম বলছেন, ‘‘এটা ফিউশন গান। পাঁচ মিনিটের এই গানে ভারতীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধন দেখা যাবে। ছবিতে পাঁচ মিনিটের গান শোনানোর জায়গা কোথায়? এই খিদে থেকেই স্বাধীন ভাবে গান বানাই।’’
এই প্রথম অনুপমের সঙ্গে গানের দৃশ্যে অভিনয় করলেন সৌরসেনী। সহ অভিনেতা হিসেবে অনুপমকে অভিনেত্রীর জবাব, ‘‘অনুপমদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। এই গানটার নাম ‘দারুণ’। আমার অভিজ্ঞতাও গানের নামের সঙ্গে মিলে যায়। প্রচণ্ড গরমেও আমরা খুব মজা করে কাজটা করেছি। আমি মনিটার দেখে অনুপমদাকে বলেছি, এ বার শুধু গান নিয়ে থেকো না, অভিনয়টাও শুরু করো। অনুপমদা যদি অভিনয়ে আসে অনেক নায়কের চাপ হয়ে যাবে।’’ গানের গল্প নিয়ে এখনই কিছু বলতে রাজি নন অনুপম। সৌরসেনীর কাছে এই গান অনুপমের সব গানের থেকে আলাদা। প্রেম ছাড়াও আর কী আছে এই গানে, জানতে অপেক্ষা করতে হবে গানের মুক্তির জন্য।