Ankita Lokhande

‘আমি আজ যা, সব ওর জন্য’ এখনও কি সুশান্তকে ভুলতে পারেননি! কেন এমন মন্তব্য অঙ্কিতার?

‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে ‘মানব-অর্চনা’ জুটি এক সময়ে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ১৮:২৯
Share:

(বাঁ দিকে) সুশান্ত, অঙ্কিতা (ডান দিকে)। ছবি-সংগৃহীত।

জীবন অনেকটাই এগিয়ে গিয়েছে। তবুও প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতকে ভুলতে পারেননি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এমনকি, ‘বিগ বস্’-এ গিয়েও প্রতিদিন সুশান্তকে মনে করতেন তিনি। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে আলাপ হয়েছিল সুশান্ত-অঙ্কিতার। সেই ধারাবাহিকের ১৫ বছর পূর্ণ হয়ে গেল। সেই উপলক্ষে আবেগঘন পোস্ট লিখলেন অভিনেত্রী।

Advertisement

‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে ‘মানব-অর্চনা’ জুটি এক সময়ে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকের বেশ কিছু ছবি শেয়ার করে অর্চনা লেখেন, ‘‘শুধু ‘অর্চনা’ নয়, আজ ‘মানব-অর্চনা’ জুটিরও ১৫ বছর। এই জুটির মধ্যে ভালবাসা, প্রেম, বোঝাপড়া, সব ছিল। তাই তারা ছিল একেবারে আদর্শ যুগল। এই জুটিই আমাকে বিয়ের অর্থ শিখিয়েছে।’’

অঙ্কিতা সেই পোস্টে লিখছেন, ‘‘পর্দায় ‘মানব-অর্চনা’র মতো মিষ্টি ও মনে রাখার মতো যুগল বোধ হয় আর নেই। সব কৃতিত্ব দর্শকদের, কারণ তাঁরা এই জুটিকে অনেক ভালবাসা দিয়েছেন। একতা ম্যাম (একতা কপূর) আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন বলেই আমরা এটা করতে পেরেছিলাম।’’

Advertisement

‘মানব’-এর চরিত্রে অভিনয় করতেন সুশান্ত। অঙ্কিতা লিখেছেন, ‘‘‘অর্চনা’ কিন্তু মানব’ ছাড়া অসম্পূর্ণ। ‘মানব’-ই আমাকে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছে। আজ আমি যা, সব ওর জন্য। ‘মানব’ ছাড়া ‘অর্চনা’র কোনও অস্তিত্ব নেই। আমার কোনও উদ্‌যাপন মানে, সেটা ওরও উদ্‌যাপন।’’

শেষে সরাসরি সুশান্তের জন্যই অঙ্কিতা লিখেছেন, ‘‘অভিনয়ের মাধ্যমে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমরা সবাই গর্বিত। তোমায় খুব মনে পড়ে আমাদের।’’ দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন সুশান্ত ও অঙ্কিতা। কিন্তু একটা সময়ে সেই সম্পর্ক ভেঙে যায়। ২০২০-র ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement