Rakhi Sawant

Ankita-vicky: মা হতে চলেছেন টেলিভিশন তারকা অঙ্কিতা? খবর ফাঁস করলেন রাখি সবন্ত

অঙ্কিতা আর ভিকির বিয়ের ছ'মাসের মাথায় কথা বার করলেন রাখি। ঘোষণা করে দিলেন, মা হতে চলেছেন অঙ্কিতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৬:৪৪
Share:

অঙ্কিতা আর ভিকির দাম্পত্যসুখের খবর নিলেন রাখি

মা হতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। স্বামী ভিকি জৈনের সঙ্গে বিয়ের ছ'মাসের মাথায় সুখবর প্রকাশ্যে এল হঠাৎ। সৌজন্যে রাখি সবন্ত।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে কথোপকথনের সময় রাখি অঙ্কিতাকে বলেন, ‘‘আশা করি অঙ্কিতা তুমি এ বার সুখবর দেবে।’’ রাখি আরও তলিয়ে জিজ্ঞেস করেন, দাম্পত্যজীবনে সুখ পাচ্ছেন কি না ‘পবিত্র রিস্তা’-র অভিনেত্রী।ট

তাতে অঙ্কিতা আশ্বাস দিয়ে বলেন, ‘‘আরও বেশি কিছু।’’ কিছু ইঙ্গিত তিনি হয়তো দিয়ে থাকবেন, যার সূত্র ধরে রাখি জানিয়ে দেন অঙ্কিতা ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা। যদিও জৈন এবং অঙ্কিতা নিজে থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে এ কথা ঘোষণা করেননি।

Advertisement

সম্প্রতি রিয়্যালিটি শো ‘স্মার্ট জোডি’-তে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন অঙ্কিতা-জৈন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সেই জয় উদ্‌যাপনও করেন তাঁরা। তার মধ্যে আবারও কি জীবনের আর এক অধ্যায় শুরু হতে চলেছে? সে কথা তাঁদের মুখ থেকেই শোনার অপেক্ষায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement