অনির্বাণ এবং মধুরিমা।
‘দম্পতি’ হলেন অনির্বাণ–মধুরিমা। বৃহস্পতিবার সন্ধেবেলা সাত পাক সারলেন তাঁরা। নিমন্ত্রিত ১০০–১৫০ জন। মিডিয়ার প্রবেশ নিষেধ। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই জীবনের এই সুন্দর মুহূর্তটি কাটাতে চেয়েছিলেন অনির্বাণ। তার ওপরে কোভিডকে এড়িয়ে চলা তো বটেই। সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। রেজিস্ট্রির পর মালাবদল ও সিঁদুর দান পর্ব। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, জয়রাজ ভট্টাচার্য প্রমুখ। আগামিকাল, শুক্রবার বড় করে অনুষ্ঠান হওয়ার কথা। যেখানে উপস্থিত থাকবেন আরও বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ। টলি পাড়ার তারকা থেকে নাট্য জগতের তারকারা।
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বিয়ে করলেন অনির্বাণ। মধুরিমার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। নাট্য দুনিয়ায় আলাপ মধুরিমা গোস্বামীর সঙ্গে।
বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমার সঙ্গে ‘সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ। ‘হস্তগত’ আর ‘উদারনীতি’ বলে দু’টো নাটক মঞ্চায়িত হয়েছিল কয়েক বছর আগে। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ।
সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ-মধুরিমা
আরও পড়ুন: ‘শরীরের সঙ্গে যুদ্ধ চলল ২ বছর’, আশার আলো দেখতে মরিয়া মোনালি
‘চুরি’ করেননি, মধুর ভান্ডারকারের অভিযোগ উড়িয়ে জানালেন কর্ণ