পরিচালক এবং অভিনেত্রী।
‘প্রিয় অনিন্দিতা, পরিবারের একজন হওয়ার জন্য শুভেচ্ছা…।’ এই বার্তা অভিনেত্রী অনিন্দিতা বসু পেয়েছেন পরিচালক অরিন্দম শীলের কাছ থেকে। আক্ষরিক অর্থেই অরিন্দমের পরিবারের ‘একজন’ হয়ে উঠলেন অনিন্দিতা।
বিষয়টা এ বার একটু খোলসা করা যাক। কী ভাবে অরিন্দমের পরিবারের সঙ্গে জড়িয়ে পড়লেন অভিনেত্রী?
আসলে অরিন্দম শীলের আসন্ন ছবি ‘ব্যোমকেশ গোত্র’-এ একটি চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। আর ছবির সঙ্গে যুক্ত সকলেই পরিচালকের খুব কাছের। শনিবার হল এই ছবির মহরত্।
আরও পড়ুন, ‘সৃজিত বলত, পাক্কা আছে…’
অনিন্দিতার কথায়, ‘‘অরিন্দমদা ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর। এই ছবিতে আমি ছোট সুচিত্রার চরিত্রে অভিনয় করব। বড় সুচিত্রা করছেন বৈশাখী মার্জিত। দু’দিনের শুটিং আছে মুসৌরিতে। ছোট চরিত্র হলেও অরিন্দমদার সঙ্গে যে কাজ শুরু করতে পারছি এটাতেই আমি খুশি। অরিন্দমদা ইয়ং স্টারদের সব সময় সাপোর্ট করেন। আর ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজির পার্ট হতে পারছি বলেও ভাল লাগছে।’’
ব্যোমকেশসত্যবতীর চরিত্রে এই ছবিতেও আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকেই কাস্ট করেছেন পরিচালক। অঞ্জন দত্তকে দেখা যাবে একটি বিশেষ ভূমিকায়। খুব তাড়াতাড়িই শুরু হবে ছবির শুটিং। চলতি বছরের পুজোয় মুক্তি পেতে পারে ছবিটি। 🤗 (_)
ব্যোমকেশসত্যবতীর চরিত্রে এই ছবিতেও আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকেই কাস্ট করেছেন পরিচালক। অঞ্জন দত্তকে দেখা যাবে একটি বিশেষ ভূমিকায়। খুব তাড়াতাড়িই শুরু হবে ছবির শুটিং। চলতি বছরের পুজোয় মুক্তি পেতে পারে ছবিটি। (_)