চলতি বছর টুইট করে চমকে দিয়েছেন যেসব তারকারা, বীরেন্দ্র সহবাগ তাঁদের অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর টুইটারই যেন তাঁর নতুন ময়দান। 'দঙ্গল' নিয়ে চারিদিকে এখন হৈহৈ রব। যাঁরাই দেখছেন, এক বাক্যে প্রশংসা করছেন সবাই। বীরেন্দ্র সহবাগও বাদ গেলেন না সেই তালিকা থেকে। 'দঙ্গল' এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বীরু। আর তারপর যা বললেন তা যেন অভিনেতার কাছে এক অমূল্য প্রাপ্তি।
'দঙ্গল' দেখে প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করেন সহবাগ। এক্কেবারে অন্যমাত্রার একটা টুইটে তিনি বললেন, “আমির আপনাকে এই স্পেশাল স্ক্রিনিংটি আয়োজন করবার জন্য ধন্যবাদ। কিন্তু সমস্যাটা হল আপনার নিজের কাছে চোখের জল মোছার ব্যবস্থা ছিল, আমার কাছে ছিল না। সিনেমার টিকিটের সঙ্গে ফ্রি টিসুও দেওয়া উচিত ছিল আপনার।”
সহবাগের টুইট।
আরও পড়ুন: ‘দঙ্গলের মহাবীর ফোগতের চেয়ে ১০ গুণ কঠোর ছিলেন আমার কোচ’
'দঙ্গল' সিনেমার আর আলাদা করে রিভিউ করবার প্রয়োজন পড়েনি অনেকেরই। যাঁরা 'দঙ্গল' দেখেছেন তাঁরা প্রায় সবাই সোশাল মিডিয়ায় গুণগান গেয়েছেন। ভেজা চোখেই হল থেকে ফিরেছেন অনেকে। উত্তরপ্রদেশ আর হরিয়ানা ইতিমধ্যে ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে এই ছবিকে। আর তার মধ্যে প্রাক্তন ক্রিকেটারের এই মন্তব্য সত্যিই একটা বাড়তি পাওনা।