Amrita Rao

Amrita Rao: অমৃতা রাওকে অভিনয় ছাড়তে বলেছিলেন স্বামী অনমোল, কেন তা জানালেন অভিনেত্রী নিজেই

শেষ বার অমৃতাকে দেখা যায় ২০১৯-এর ছবি ‘ঠাকরে’-তে। কিন্তু জানেন কি, একগুচ্ছ জনপ্রিয় ছবির নায়িকাকে অভিনয় ছাড়তে বলেছিলেন তাঁর হবু স্বামী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৭:১৫
Share:

আর জে আনমোল এবং অমৃতা রাও।

‘বিবাহ’ কিংবা ‘ইশক ভিশক’-এর সেই নরমসরম মিষ্টি মেয়েটিকে মনে পড়ে? অমৃতা রাও। বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয়ে নজর কাড়ার পরে হঠাৎই এক দিন হারিয়ে গিয়েছেন পর্দা থেকে। শেষ বার অমৃতাকে দেখা যায় ২০১৯-এর ছবি ‘ঠাকরে’-তে। কিন্তু জানেন কি, একগুচ্ছ জনপ্রিয় ছবির নায়িকাকে অভিনয় ছাড়তে বলেছিলেন তাঁর হবু স্বামী?

Advertisement

এক সাক্ষাৎকারে অমৃতা নিজেই জানিয়েছেন, বিয়ের আগেই আরজে অনমোল তাঁকে অভিনয় ছেড়ে সংসার, গেরস্থালিতে মন দেওয়ার পরামর্শ দেন। হবু স্বামী এ ভাবে তাঁকে কেরিয়ার বিসর্জন দিতে বলায় বড়সড় ধাক্কা খেয়েছিলেন অমৃতা। তবে অভিনেত্রীর কথায়, অনমোল নিজেই নিজের ভুল বুঝতে পারেন। তাঁর উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাওয়ার কারণে নাকি ক্ষমাও চেয়ে নেন।

কিন্তু কেন এমন কথা বলেছিলেন অনমোল?

Advertisement

সে কথাও ফাঁস করেছেন অমৃতা নিজেই। অভিনেত্রীর কথায়, ছবির জন্য চুম্বন বা যৌনদৃশ্যে অভিনয় করতে তাঁর খুবই অস্বস্তি হয়। সে কারণে একাধিক বড় বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছে। অমৃতার দাবি, এ বিষয়টা খেয়াল করেই নাকি অভিনয় ছেড়ে ব্যক্তিগত জীবন, বিয়ে, সংসারে মনোযোগ দিতে বলেছিলেন অনমোল। তবে দিন দুয়েক পরেই বুঝতে পারেন, অন্যায্য দাবি জানাচ্ছেন তিনি। সে কারণেই নাকি অনমোল তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন বলে জানিয়েছেন অমৃতা।

২০০২ সালে ‘অব কে বরস’ ছবিতে বলিউডে পা রাখেন অমৃতা। শাহিদ কপূরের বিপরীতে ‘বিবাহ’ বা ‘ইশক ভিশক’-এ আসে জনপ্রিয়তার স্বাদ। ‘ম্যাঁয় হু না’, ‘জলি এলএলবি’-সহ একাধিক হিট ছবির অভিনেত্রী গত ২০১৪ সালে চুপিসাড়ে বিয়ে করেন আরজে অনমোলকে। ২০২০-তে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অমৃতা। তবে তাঁদের বিয়ের বিষয়টি বহু দিন গোপনই ছিল। সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলে সে খবর দিয়েছেন তারকা দম্পতি। জানিয়েছেন, অমৃতার অভিনয়ের কেরিয়ারে যাতে আঁচ না পড়ে, তার জন্যই বিয়ের কথা এতকাল গোপন রেখেছিলেন তাঁরা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement