Amrita Rao

বলিউডে ফের সুখবর, মা হতে চলেছেন অমৃতা রাও

২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৬:৫৪
Share:

স্বামী আনমোলের সঙ্গে অমৃতা

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী অমৃতা রাও। ন’মাসের অন্তঃসত্ত্বা তিনি। এ দিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই খুশির খবর। পাশপাশি, অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন এই সুখবর এতদিন লুকিয়ে রাখার জন্য।

স্বামী আর জে আনমোলের সঙ্গে ছবি পোস্ট করে অমৃতা লেখেন, ‘আপনাদের জন্য এটি দশম মাস। কিন্তু আমাদের কাছে এটি নবম মাস। সারপ্রাইজ সারপ্রাইজ… আনমোল এবং আমি অপেক্ষার নবম মাসে রয়েছি। আমাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আমরা খুবই খুশি (এতগুলো দিন এই খবরটি লুকিয়ে রাখার জন্য আমরা খুবই দুঃখিত)। খবরটি সত্যি। খুব শীঘ্রই আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। আমাদের পরিবার, আনমোল এবং আমি একটি নতুন যাত্রা শুরু করতে শুরু করতে চলেছি। ধন্যবাদ এই পৃথিবীকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।' ছবিতে সাদা হাঁটু ঝুলের জামায় স্নিগ্ধ অমৃতা। স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর বেবি বাম্প। স্বামীর ভালবাসার আলিঙ্গনে আবদ্ধ নায়িকা।

Advertisement

আরও পড়ুন: সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারেন রিয়া

২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে ক্যামেরা এড়িয়ে চলেছেন অমৃতা। ২০০২ সালে ‘অব কে বরস’ ছবি দিয়ে তিনি কেরিয়ার শুরু করেন। তারপর ‘ইশক ভিশক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’-র মতো হিট ছবি দিয়ে বলিউডে নিজের জমি শক্ত করেন অমৃতা। তারপরেই ধীরে ধীরে নিম্নগামী হয় নায়িকার কেরিয়ার গ্রাফ। গত বছর ‘ঠাকরে’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যায় তাঁকে। আপাতত নায়িকা দিন গুনছেন প্রথম বার ‘মা’ ডাক শোনার।

Advertisement

For YOU it’s the 10th Month... But for US, it's THE 9th !!! 🥳 🥰🕺💃 Surprise Surprise ..Anmol and I are in our NINE'th month Already !! Too excited to share this good news with You my Fans 🤗 And Friends ( sorry had to keep it tucked in my Belly All this long ) But It's True ... the Baby is Coming Soon 😃... An exciting journey for me, @rjanmol27 and our Families... ... Thank you universe 💫 And thank you ALL Keep blessing 😌🙏... #2020baby #2020mom #2020parents

A post shared by AMRITA RAO🇮🇳 (@amrita_rao_insta) on

আরও পড়ুন: ইনস্টাগ্রামে একের পর এক ছবি, বিভানকে কি মিস করছেন রিমঝিম?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement