বাড়ি ছেড়ে নড়বেন না অমিতাভ

ফি রবিবার জুহুর বাড়িটার সামনে জমজমাট ভিড় মুম্বইয়ের চেনা দৃশ্য। শুধু মুম্বই কেন, তামাম দেশবাসীর কাছে এ ছবি খুব চেনা। দীর্ঘ দিন ধরে তাঁকে এক ঝলক দেখতে, তাঁর হাত নাড়ার প্রত্যুত্তরে হাত নেড়ে কলরোলে এলাকা ভরিয়ে দিতে অনুরাগীদের এই রবিবাসরীয় ভিড় যেন ভারতীয় ছবির ট্রেডমার্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ০০:০৪
Share:

ফি রবিবার জুহুর বাড়িটার সামনে জমজমাট ভিড় মুম্বইয়ের চেনা দৃশ্য। শুধু মুম্বই কেন, তামাম দেশবাসীর কাছে এ ছবি খুব চেনা। দীর্ঘ দিন ধরে তাঁকে এক ঝলক দেখতে, তাঁর হাত নাড়ার প্রত্যুত্তরে হাত নেড়ে কলরোলে এলাকা ভরিয়ে দিতে অনুরাগীদের এই রবিবাসরীয় ভিড় যেন ভারতীয় ছবির ট্রেডমার্ক। কিন্তু তাতেও সমালোচনার কাঁটা বিঁধেছে। তবে টলানো যায়নি ছ’ফুটের দীর্ঘ মানুষটিকে। অমিতাভ বচ্চন তাঁর ব্লগে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অনুরাগীদের সঙ্গে দেখা করার স্থান পাল্টানোর কোনও চিন্তা-ভাবনাই তাঁর নেই।

Advertisement

তাঁর এমন মন্তব্যের কারণও রয়েছে যথেষ্ট। সম্প্রতি ‘জলসা’-র সামনে বিগ-বি অনুরাগীদের ভিড়ে আটকে পড়েছিলেন এক ব্যক্তি। তার পরেই সেই ব্যক্তি ফেসবুকে উগরে দেন ক্ষোভ। অমিতাভ বচ্চনকে ‘তৃতীয় শ্রেণির অভিনেতা’ তকমা দিয়ে দর্শন-পর্ব জুহু বিচে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি!

তা, বিগ বি-র বক্তব্য কী? ব্লগে বিগ-বি পাল্টা কটাক্ষে ওই ব্যক্তিকে বিদ্ধ করেছেন। বলেছেন, নিশ্চিত ভাবেই তিনি তৃতীয় শ্রেণির অভিনেতা। কিন্তু কোনও ভাবেই পরামর্শ মেনে তিনি অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করার স্থান পাল্টাবেন না।

Advertisement

অমিতাভ এ প্রসঙ্গে আরও বলেছেন, সব সমস্যায় শেষ পর্যন্ত সেলেবদেরই বলির পাঁঠা করা হয়। প্রসঙ্গত, নিজের বাড়ির ঝরোখা থেকে ভক্তদের এই দর্শনদান বলিউডে কেবল বিগ বি-র একার জিম্মায় নেই! শাহরুখ খানও একই কাজ করে থাকেন তাঁর বাড়ি ‘মন্নত’ থেকে। সেখানেও কি সমস্যা একই হয়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement