অমিতাভ বচ্চন।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সক্রিয় তিনি। নিজের ছবির আপডেট থেকে পরবর্তী কাজ, ব্যক্তিগত জীবন, নানা বিষয় ভাগ করে নেন সকলের সঙ্গে। সেখানে তাঁর ভক্ত সমাগমও কিছু কম নয়। এ অবস্থায় টুইটার ত্যাগ করার ‘হুমকি’ দিলেন অমিতাভ বচ্চন। অভিযোগ, তাঁর ভক্ত কেড়ে নেওয়া হয়েছে।
গত কাল একটি টুইট করেন প্রবীণ অভিনেতা। —‘‘টুইটার!!!?? তুমি আমার ফলোয়ার কেড়ে নিয়েছ.. !!?? মজা করলাম। তবে এ বার তোমায় ছেড়ে দেওয়ার সময় এসেছে। সমুদ্রে আরও অনেক মাছ আছে, আর সেগুলো বেশ মজাদারও।’’
নকল টুইটার-ফলোয়ার ধরতে সম্প্রতি তদন্তে নেমেছিল মার্কিন প্রশাসন। এর পরে বহু খ্যাতনামা ব্যক্তি টুইটারে লক্ষ লক্ষ ভক্ত হারান। সে নিয়ে মার্কিন সংবাদপত্রে খবরও হয়েছে। অমিতাভের ভক্ত-হারানোর পিছনেও একই কাহিনি আছে নাকি, সে বিষয়ে মুখ খুলতে চায়নি ‘টুইটার ইন্ডিয়া’। যদিও টুইটারের তরফ থেকেই জানা গিয়েছে, অন্তত ৬০ হাজার ফলোয়ার খুইয়েছেন অমিতাভ। টুইটারে ভক্তের সংখ্যার হিসেবে বলিউডে সব চেয়ে এগিয়ে শাহরুখ খান— ৩ কোটি ২৯ লক্ষ ৪১ হাজার ৮৩৭জন। সামান্যই পিছিয়ে অমিতাভ— ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩২০।