Anwesha Hazra

‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের ঊর্মি এ বার বড় পর্দার নায়িকা, কোন ছবিতে দেখা যাবে?

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল খ্যাত ঊর্মি অর্থাৎ অন্বেষা হাজরাকে খুব শীঘ্রই দেখা যাবে বড় পর্দায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৪:২৮
Share:

টলিউডে অন্বেষার অভিষেক, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে? — ফাইল চিত্র।

‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল শেষ হয়েছে মাস কয়েক পেরিয়েছে। ঊর্মি নামে ঘরে ঘরে জনপ্রিয়তা পান অভিনেত্রী অন্বেষা হাজরা। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অন্বেষা বড় পর্দার নায়িকা। তাঁকে দেখা যাবে ‘চিনি ২’ ছবি। মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি’-র দ্বিতীয় ভাগ। মুখ্য চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার।

Advertisement

চিনি যদি মধুমিতা হন, তা হলে অন্বেষাকে কোন চরিত্রে দেখা যাবে? আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘‘আমি জানি এই প্রশ্নগুলো আসবে। তা-ও বলব, চরিত্রটা গুরুত্বপূর্ণ কিন্তু নামটা এখনই খোলসা করতে পারছি না। তবে খুবই কৃতজ্ঞ এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে।’’

কিন্তু এই ছবির প্রস্তাব এল কী ভাবে?

Advertisement

অন্বেষা বলেন, ‘‘এসভিএফের তরফ থেকেই যোগাযোগ করা হয়। বলা হয় একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে। যে দিন চিত্রনাট্য পাঠান বাড়িতেই অডিশনের গোটা পার্টটা শুট করে পাঠাই। সে দিন দুপুরে চরিত্রের জন্য বেছে নেওয়া হয়।’’

সিরিয়াল শেষ শুটিং ছাড়া বাদ বাকি সময় কাটছে কী ভাবে? অন্বেষা জানান, পুরো সময়টা ঘুমিয়ে কাটাচ্ছেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি যখন শুটিংয়ে থাকি অনেক বেশি নিয়মে থাকি। শুটিং থাকলে আমি অনেক বেশি ভাল মেয়ে হয়ে থাকি। না থাকলেই তখন দিনের রুটিন না ওটপালট হয়ে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement