Allu Arjun

সংশোধনাগারে কাটল এক রাত, কী খেলেন অল্লু অর্জুন? কী কী সুবিধা পেয়েছিলেন তারকা?

অল্লুকে এক রাত থাকতে হয় সংশোধনাগারে। সেই রাত কেমন কেটেছিল অভিনেতার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৯
Share:

সংশোধনাগারে কী কী খেলেন অল্লু? ছবি: সংগৃহীত।

হায়দরাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে। যদিও শুক্রবারই তেলঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল তারকাকে। তবে তা-ও তাঁকে এক রাত থাকতে হয় সংশোধনাগারে। সেই রাতে সংশোধনাগারে কেমন ছিলেন অল্লু?

Advertisement

তেলঙ্গানা স‌ংশোধনাগারের এক আধিকারিক জানিয়েছেন, অভিনেতাকে ভাতের সঙ্গে খেতে দেওয়া হয়েছিল তরকারি। আলাদা করে কোনও বিশেষ চাহিদার কথা বলেননি অল্লু। তাঁকে দেওয়া খাবারই খেয়েছিলেন তারকা। সংশোধনাগারে কোনও অতিরিক্ত সুবিধা চাননি তিনি। উল্লিখিত ঘটনায় জড়িত অভিযুক্তদের সঙ্গেই সংশোধনাারের একটি বিভাগে ছিলেন অল্লু। তবে আদালতের নির্দেশে তাঁর সঙ্গে বিশেষ আচরণ করা হচ্ছিল সংশোধনাগারে। বিশেষ সুবিধা বলতে তাঁকে আলাদা কক্ষ, টেবিল ও চেয়ার দেওয়া হয়েছিল।

স‌ংশোধনাগারের এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, “অল্লু খুব স্বাভাবিক ভাবেই ছিলেন। ওঁকে দেখে বিষণ্ণ মনে হয়নি। সাধারণত বিকেল সাড়ে পাঁচটায় রাতের খাবার দিয়ে দেওয়া হয়। তিনি ভাত আর তরকারি খেয়েছিলেন সে দিন।” শুক্রবার সন্ধে সা়ড়ে ছটায় সংশোধনাগারে নিয়ে আসা হয় অল্লুকে। পরের দিন সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে দেওয়া হয় দক্ষিণী তারকাকে।

Advertisement

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শন ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির। প্রেক্ষাগৃহে ছিলেন অল্লুও। উপচে পড়েছিল ভিড়। পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের এক মহিলা। অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে। তার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে অল্লু বলেছিলেন, “আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে, করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement