মুক্তির দিনই বন্ধ হয়ে গেল বাজিরাও মস্তানি!
সিনেমা হলের বাইরে বিক্ষোভ দেখিয়ে ছবিটি বন্ধ করে দিল যুব বিজেপির সদস্যেরা। ঘটনাটি ঘটেছে পুণের একটি মাল্টিপ্লেক্সে। বিক্ষোভের জেরে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ বাজিরাও মস্তানির সমস্ত টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন।
বাজিরাও মস্তানির মুক্তি নিয়ে আশঙ্কাটা অবশ্য অনে আগে থেকেই তৈরি হয়েছিল। ট্রেলর প্রকাশের পর থেকেই মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেন পেশওয়া বাজিরাও এবং মস্তানির বংশধর (অষ্টম প্রজন্ম)। তাঁদের বক্তব্য, ছবিটির প্রচারে এবং গানগুলিতে যা দেখানো হচ্ছে, যেভাবে বাজিরাও এবং মস্তানিকে দেখানো হয়েছে, তাতে তাঁদের বংশের সম্মানহানি হয়েছে। প্রথমে এই নিয়ে বেশ চাপেই পড়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। যদিও আদালত এই মামলায় সায় দেয়নি। ছবি মুক্তিতে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। তবে এটি ছাড়া দেশের অন্য সিনেমা হল গুলিতে এখনও পর্যন্ত এই ছবি ঘিরে কোনও বিক্ষোভের খবর মেলেনি।
পড়ুন: