Aamir Khan

কোনও দিন স্বীকারই করেননি, জেসিকা হাইন্সের ছেলে জান কি আমিরের চতুর্থ সন্তান?

জেসিকার দাবি, আমির তাঁকে গর্ভপাতও করাতে বলেছিলেন। কিন্তু জেসিকা রাজি হননি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৬:৩৩
Share:
০১ ১৩

বলিউডে তাঁর পেরিয়ে গেল ৩০ বছর। ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সামাজিক ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য বিশেষ ভাবে খ্যাত। কিন্তু তাঁর জীবনের অন্যতম ‘গোপন’ অধ্যায়টি নিয়ে দেশবাসীর মনে আমিরকে নিয়ে অসন্তোষ রয়ে গিয়েছে আজও।

০২ ১৩

কী সেই ‘গোপন’ অধ্যায়? তা হল জান-কে ‘সন্তান’ হিসাবে স্বীকার না করা। বিষয়টির সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু জান-এর মা জেসিকা হাইন্সের সাক্ষাৎকার এবং আমিরের নৈঃশব্দ অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল সেই সময়ে।

Advertisement
০৩ ১৩

২০০৫ সাল। বিক্রম ভট্টের ‘গুলাম’ ছবির শ্যুটিং চলছে। সেই শ্যুটে জেসিকার সঙ্গে প্রথম আলাপ হয় আমিরের। সূত্রের খবর, প্রথম দেখাতেই দু’জনের মধ্যে ভাল লাগা তৈরি হয়।

০৪ ১৩

কে এই জেসিকা হাইন্স? জেসিকা এক জন ব্রিটিশ সাংবাদিক। অমিতাভ বচ্চনের জীবনকাহিনি নিয়ে একটি বই লিখে জনপ্রিয় হন জেসিকা। বইয়ের নাম, ‘লুকিং পর দ্য বিগ বি: বলিউড, বচ্চন অ্যান্ড মি’।

০৫ ১৩

একটি ম্যাগাজিনের সূত্র অনুযায়ী, ‘গুলাম’-এর শ্যুটিংয়ে আলাপের পর তাঁদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। আমির ও জেসিকা নাকি একসঙ্গে থাকাও শুরু করেন। কিছু দিন পরে জেসিকা জানতে পারেন, তিনি গর্ভবতী। সেই সময়ে তাঁদের সম্পর্কের প্রতি আমিরের প্রতিশ্রুতি চান জেসিকা। কিন্তু আমির তখন সিরিয়াস সম্পর্কে যেতে প্রস্তুত ছিলেন না।

০৬ ১৩

তার ৩ বছর আগেই আমির ও রিনা দত্তের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাঁদের দুই সন্তান ইরা ও জুনেইদ। সম্প্রতি জুনেইদ খবরের শিরোনামে ছিলেন। শোনা যাচ্ছে, যশ রাজের পরের ছবির মূখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন জুনে‌ইদ খান। ইরা অবশ্য ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি পছন্দ করেন।

০৭ ১৩

রিনা দত্তের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে। এত দিনের সম্পর্কে ছেদ হল কেন, সেই নিয়ে মুখ খোলেননি রিনা বা আমির। কিন্তু কানাঘুষো শোনা গিয়েছিল, মহেশ ভট্টর বড় মেয়ে পূজা ভট্টর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হওয়ায় রিনা-আমিরের মধ্যে সমস্যা শুরু হয়।

০৮ ১৩

২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০০১ সালে ‘লগন’ ছবির শ্যুটিংয়ে কির‌ণ রাওয়ের সঙ্গে বন্ধুত্ব হয় আমিরের। সেই ছবিতে পরিচালক আশুতোষ গোয়ারিকরের সহকারী পরিচালক ছিলেন কিরণ।

০৯ ১৩

একটি ম্যাগাজিনের সঙ্গে জেসিকার সাক্ষাৎকারে জানা যায়, আমির খান জান-কে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। জেসিকার দাবি, আমির তাঁকে গর্ভপাতও করাতে বলেছিলেন। কিন্তু জেসিকা রাজি হননি। প্রমাণ হিসেবে হাইন্স তাঁর সন্তান জান ও আমিরের মধ্যে বিভিন্ন সাদৃশ্যের কথাও উল্লেখ করেছিলেন সেই সাক্ষাৎকারে।

১০ ১৩

সব প্রতিকূলতা এড়িয়ে জেসিকা হাইন্স সন্তানের জন্ম দেন। তার পর ‘সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়’। জান এখন হ্যান্ডসাম হাঙ্ক। ২০১২ সালে ভোগ ইউকে ম্যাগাজিন-এ তিনি মডেলিং করেছেন। মডেলিং করার পাশাপাশি ইংল্যান্ডে তিনি অভিনয় করাও শুরু করেছেন।

১১ ১৩

যদিও পরবর্তী কালে জেসিকা বলেছিলেন তিনি কোনও সাক্ষাৎাকার দেননি ওই ম্যাগাজিনে। কিন্তু ম্যাগাজিনের প্রতিবেদনটিকে ‘মিথ্যে’-ও বলেননি তিনি। তাই, আসল সত্য সম্পর্কে কারও কোনও ধারণা নেই। কিন্তু মাঝে মাঝে আমির ও জান-এর চেহারার মিল নিয়ে অনেকেই ফিসফাস করেন বলি পাড়ায়। বিশেষ করে ২০১২ সালের ‘ভোগ ইউকে ম্যাগাজিন’-এর ছবি প্রকাশ্যে আসার পর।

১২ ১৩

জেসিকা হাইন্স তার পর থেকে পিছন ফিরে তাকাননি। বিয়ে করেছেন উইলিয়াম ট্যালবটকে। তিন জনের সংসার। সুখে রয়েছেন তাঁরা। জান-কে নিজের সন্তানের মতোই ভালবাসেন উইলিয়াম।

১৩ ১৩

কিন্তু বলিউডের প্রথম সারির অভিনেতা ও পরিচালক ‘মিস্টার পারফেকশনিস্ট’ কখনও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদ রাও খানকে নিয়ে তাঁর সংসার। যদিও প্রাক্তন স্ত্রী রিনা দত্তর সঙ্গে তাঁর সম্পর্ক খুবই সুন্দর বলে জানা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement