রাম চরণ, আলিয়া ভট্ট এবং জুনিয়ার এনটিআর।
তিনি রাজামৌলীর আর আর আর ছবির নায়িকা। শুনেই চমকে উঠেছিলেন আলিয়া ভট্ট। এই প্রথম তামিল ছবিতে মহেশ ভট্টের কন্যা। অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।
ছবি এক দিনে ভারতে ১৫৬ কোটির ব্যবসা করে ফেলেছে। আলিয়াকে দেখা গিয়েছে বিশেষ এক চরিত্রে। মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “ তামিল ভাষা শেখা খুব সহজ নয়। খুব কষ্ট হয়েছে শিখতে। সেটে তো এক সময় রাম চরণ আর জুনিয়ার এনটিআর নিজেদের মধ্যে যখন তেলুগুতে কথা বলতেন আমি কিচ্ছু বুঝতে পারতাম না। এক বার রামের দিকে দেখতাম আর এক বার জুনিয়রের দিকে। যেন টেনিস দেখছি”।
অন্য দিকে পরিচালক আলিয়ার চরিত্র প্রসঙ্গে বলেছিলেন, “পর্দায় দুই নায়কের মধ্যে সমানে সমানে যুগলবন্দি বজায় রাখবে আলিয়ার 'সীতা' চরিত্রটি। অতিথিশিল্পী হিসেবে পর্দায় এলেও কাহিনিতে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আলিয়া”।
দুই দক্ষিণী তারকার সঙ্গে সমান তালে অভিনয় করেছেন আলিয়া। মাত্র ২০ মিনিটের অভিনয়ের জন্য আলিয়ার পারিশ্রমিক ৯ কোটি টাকা।