Alia Bhatt

Alia Bhatt: পর্তুগালের নির্জন দ্বীপে শ্যুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা আলিয়া, উঁকি দিচ্ছে স্ফীতোদর?

চড়া রোদে নির্জন দ্বীপে আলিয়া। পর্তুগালে শ্যুটিংয়ের ছবি ছড়িয়ে পড়তেই গুঞ্জন। অন্তঃসত্ত্বা অবস্থায় এত ধকল কী করে সইছেন ‘গঙ্গুবাঈ’?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১৭:২৮
Share:

নতুন জীবনের ইশারায়

দু’মাস হল আলিয়া ভট্ট লন্ডনে। সন্তান আগমনের সুখবর ছড়িয়ে পড়লেও বাড়ি ফিরতে এখনও ঢের দেরি। আপাতত উড়ে গিয়েছেন পর্তুগালে। ‘ওয়ান্ডার উওম্যান’ গ্যাল গ্যাদতের সঙ্গে শ্যুটিং করছেন নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর। তাই নিয়েই আপাতত ব্যস্ততা তুঙ্গে ‘গঙ্গুবাঈ’-এর। এ সবের মধ্যেই শোরগোল ফেলে দিয়েছে কয়েকটি ছবি। শ্যুটিং স্পটে ক্যামেরাবন্দি রণবীর কপূরের ঘরনি।

Advertisement

চড়া রোদ। গাছপালাহীন নির্জন দ্বীপের মাঝে খাকি পোশাকে আলিয়া। একই ফ্রেমে গ্যাল গ্যাদত। তবে আলিয়ার স্ফীতোদর যেন স্পষ্ট! আর তা নিয়েই জল্পনা শুরু। অন্তঃসত্ত্বা অবস্থায় এত ধকল সামলাচ্ছেন কী ভাবে!

তবে নির্মাতারা জানিয়েছেন, শুক্রবারই ছবির শ্যুটিং শেষ হয়েছে। দলের সদস্যদের অঢেল প্রশংসা করেছেন তাঁরা। তারই পাশাপাশি শ্যুটিংয়ের ফাঁকফোকরে তোলা বেশ কিছু ছবি এসেছে প্রকাশ্যে। অন্তঃসত্ত্বা আলিয়ার ছবিগুলোও ছড়িয়ে পড়েছে সে ভাবেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement