ভোটের মরসুম চলছে। লোকসভা ভোটের আলোচনায় সরগরম সব মহল। তার আঁচ পড়েছে সিনে ইন্ডাস্ট্রিতেও। ব্যতিক্রম নন আলিয়া ভট্টও।
কিন্তু ভোটের বাজারে আলিয়া একটি চরম সত্যি প্রকাশ্যে শেয়ার করলেন। যা এতদিন পর্যন্ত অনেকেরই অজানা ছিল।
আলিয়া প্রকাশ্যে জানালেন, তিনি চলতি লোকসভা নির্বাচনে ভোটদানে অক্ষম। কিন্তু কেন?
ভারতীয় গণতন্ত্রের প্রতি কি বিশ্বাস নেই নায়িকার? নাকি বিভিন্ন দলের যে সব প্রার্থীরা তাঁর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের ওপর ভরসা নেই?
সামনেই মুক্তি পাবে আলিয়া ভট্ট অভিনীত ‘কলঙ্ক’। সে ছবির প্রচারে সোনাক্ষী সিংহ, বরুণ ধবন, আদিত্য রয় কপূররা যখন ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেন, তখনই আলিয়া সবার সামনে বলেন তিনি ভোট দিতে পারবেন না।
এর কারণ জানতে চাওয়া হলে আলিয়া শেয়ার করেছেন তিনি ব্রিটিশ নাগরিক।
আলিয়ার মা সোনি রাজদানও ব্রিটিশ নাগরিক। জন্মসূত্রে আলিয়াও ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছিলেন।
ফলে ভারতীয় নাগরিকত্ব এবং পাসপোর্ট না হলে ভারতীয় গণতন্ত্রের কোনও নির্বাচনেই তিনি অংশ নিতে পারবেন না।