বয়স মাত্র ২৩। কিন্তু এর মধ্যেই কেরিয়ারের মধ্য গগনে রয়েছেন আলিয়া ভট্ট। বেছে বেছে স্ক্রিপ্টে সই করছেন। তার মধ্যে মেনস্ট্রিম যেমন রয়েছে, তেমনই অন্য ধারার ছবিতেও দেখা যাচ্ছে মহেশ-কন্যাকে। এর মধ্যেই তিনি শেয়ার করলেন তাঁর জীবনের সবথেকে বড় ভয়ের কথা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে নায়িকা জানিয়েছেন, তাঁর জীবনে একটাই ভয় রয়েছে। আর সেটা হেরে যাওয়ার। ব্যর্থতাকে ভয় করেন আলিয়া।
তখনও তিনি ফিল্মি কেরিয়ার শুরু করেননি। নেহাতই স্কুল পড়ুয়া। তখন থেকেই কম্পিটিশন প্রবল ছিল তাঁর জীবনে। জীবনের প্রথম হেরে যাওয়ার স্মৃতি হাতড়ে আলিয়া বললেন, ‘‘আমি তখন ক্লাস ফোরে পড়তাম। স্কুলের স্পোর্টসে একটা রেসে হেরে গিয়েছিলাম। সেটাই স্কুল জীবনে আমার একমাত্র হার। এতটাই খারাপ লেগেছিল আমি নিজেকে বুঝিয়েছিলাম এটা আসল রেস নয়, সে জন্যই আমি হেরে গিয়েছি।’’
জীবনের প্রতিটি ক্ষেত্রেই নাকি জিততে চান আলিয়া। নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতাই নাকি তাঁকে তাড়া করে বেড়ায়।