Alia Bhatt

Alia Bhatt: করোনা-বিতর্ক ধুয়েমুছে সাফ, স্নানপোশাকে জলকেলি আলিয়ার

পরনে হালকা গোলাপি রঙা স্নানপোশাক। মুখে নেই রূপটানের জৌলুস। যেমন তেমন খোঁপায় বাঁধা চুল। সে ভাবেই বন্ধুদের সঙ্গে পুলে নেমে পড়েছেন আলিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৯:৫৯
Share:

কাজের ব্যস্ততা থেকেই নিজের জন্য সময় বার করেছেন আলিয়া।

নতুন ছবির প্রচারে নিয়ে ব্যস্ত আলিয়া ভট্ট। সম্প্রতি দিল্লি উড়ে গিয়েছিলেন পোস্টার মুক্তির জন্য। তা নিয়ে করোনা-বিতর্ক বেধেছে, মিটেও গিয়েছে। এক গুচ্ছ কাজের ফাঁকেই স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন রণবীর-প্রেমিকা। স্বচ্ছ নীল জলে ডুব দিয়ে রোদ মাখছেন মনের সুখে।

Advertisement

পরনে হালকা গোলাপি রঙা স্নানপোশাক। মুখে নেই রূপটানের জৌলুস। যেমন তেমন খোঁপায় বাঁধা চুল। সে ভাবেই বন্ধুদের সঙ্গে পুলে নেমে পড়েছেন আলিয়া। অবসর যাপনের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর বন্ধু। লিখেছেন, ‘মৎস্যকন্যারা’। মুগ্ধ অভিনেত্রীর অনুরাগী-কুল।

করোনা পরিস্থিতিতে মুম্বই থেকে দিল্লি উড়ে যাওয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন আলিয়া। করিনা কপূর খান কোভিডে আক্রান্ত হওয়ার পরে কর্ণ জোহরের বাড়ির ঘরোয়া আড্ডা নিয়ে নানা প্রশ্ন ওঠে। জানা গিয়েছে, ‘কভি খুশি কভি গম’ ছবির বর্ষপূর্তি উপলক্ষে পরিচালকের আয়োজিত নৈশভোজে করিনা ছাড়াও ছিলেন আলিয়া। ফলে আলিয়ার শহর ছাড়াকে বিপজ্জনক বলে ধরে নিয়েছিলেন অনেকেই। সব বিতর্ক নাকচ করে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, “আলিয়া ভট্ট নিভৃতবাসে ছিলেন না। ওঁর আরটিপিসিআর করানো হয়েছিল। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাই ওঁর বিরুদ্ধে আমরা কোনও পদক্ষেপ করব না।”

আপাতত তাই নিশ্চিন্তে জলকেলিতে মেতেছেন মহেশ-কন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement