Alia Bhatt

Alia Bhatt: আলিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, করোনা প্রসঙ্গে জানিয়ে দিল পুরসভা

জানা গিয়েছে, ‘কভি খুশি কভি গম’-এর বর্ষপূর্তি উপলক্ষে পরিচালকের আয়োজিত নৈশভোজে করিনা ছাড়াও উপস্থিত ছিলেন আলিয়া ভট্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১১:৫৮
Share:

নিশ্চিন্ত আলিয়া।

কোনও রকম কোভিড বিধি লঙ্ঘন করেননি আলিয়া ভট্ট। এমনটাই জানিয়েছেন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র এক আধিকারিক। সম্প্রতি আসন্ন ছবির প্রচারের জন্য দিল্লি উড়ে গিয়েছিলেন মহেশ-কন্যা। এর পরেই কটাক্ষের মুখে পড়েন তিনি।

করিনা কপূর খান করোনা আক্রান্ত হওয়ার পর কর্ণ জোহরের বাড়ির ঘরোয়া আড্ডা নিয়ে নানা প্রশ্ন ওঠে। জানা গিয়েছে, ‘কভি খুশি কভি গম’-এর বর্ষপূর্তি উপলক্ষে পরিচালকের আয়োজিত নৈশভোজে করিনা ছাড়াও উপস্থিত ছিলেন আলিয়া ভট্ট। সইফ-পত্নী অসুস্থ হতেই কর্ণের বাড়ির আড্ডাকে এক প্রকার কোভিডের আখড়া বলে ধরে নেওয়া হয়। বলিউড সূত্রে খবর, সেখানে উপস্থিত অনেকেই এই মুহূর্তে কোভিড আক্রান্ত। এমন পরিস্থিতিতে আলিয়ার এই আকস্মিক দিল্লি সফরকে ভাল ভাবে নেননি অনেকেই।

Advertisement

বিএমসি-র সেই আধিকারিক যদিও বলেছেন, “আলিয়া ভট্ট নিভৃতবাসে ছিলেন না। ওঁর আরটিপিসিআর করানো হয়েছিল। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাই ওঁর বিরুদ্ধে আমরা কোনও পদক্ষেপ করব না।”

গত সপ্তাহের করিনা কপূর খান-সহ অমৃতা অরোরা, অভিনেতা সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ কপূর এবং তাঁদের কন্যা শানায়া কপূর, সোহেল খানের স্ত্রী সীমা খানের মতো তারকারাও করোনা আক্রান্ত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement