Mr India

ফিরছে মিস্টার ইন্ডিয়া

এই নতুন সুপারহিরো ইউনিভার্স তৈরির নেপথ্য কাহিনি লিখছেন আলি নিজেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
Share:

‘মিস্টার ইন্ডিয়া’র দৃশ্য

কাল্ট ফিল্ম ‘মিস্টার ইন্ডিয়া’কে নিয়ে ট্রিলজি তৈরির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক আলি আব্বাস জ়াফর। এই সুপারহিরো ট্রিলজি প্রজেক্টের জন্য জ়ি স্টুডিয়োর সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। এই নতুন সুপারহিরো ইউনিভার্স তৈরির নেপথ্য কাহিনি লিখছেন আলি নিজেই। তাঁর নিজের কথায়, ‘‘সকলের প্রিয় এই রকম একটা আইকনিক চরিত্র নিয়ে কাজ করার দায়িত্ব অনেক। স্ক্রিপ্টের প্রথম ড্রাফ্ট ফাইনাল হওয়া এখনও বাকি।’’ সেটা চূড়ান্ত হয়ে গেলেই শুরু হয়ে যাবে ছবির কাস্টিং, জানিয়েছেন আলি। এর আগে মিস্টার ইন্ডিয়ার চরিত্রে রণবীর সিংহ এবং মোগ্যাম্বোর চরিত্রে শাহরুখ খানের নাম উঠে এসেছিল বিভিন্ন জল্পনায়। শ্রীদেবীর জায়গায় ক্যাটরিনা কাইফের নামও শোনা যাচ্ছিল, যিনি এমনিতেই আলির বেশ পছন্দের। তবে পরিচালক নিজেই তাঁর টুইটে স্পষ্ট করে দিয়েছেন, কাস্টিং এখনও শুরুই হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement