Akshay Kumar Shivling Controversy

শিবলিঙ্গ জড়িয়ে অক্ষয়, হিন্দু ধর্মের প্রতি অসম্মানের অভিযোগ, পাল্টা জবাব দিলেন অভিনেতা

হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ পুরোহিতদের অ্যাসোসিয়েশনের। “যদি আমার ভক্তিকে কেউ বাঁকা চোখে দেখেন তাতে আমার কোনও দোষ নেই’’, বললেন অক্ষয় কুমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২
Share:

শিবলিঙ্গ জড়িয়ে বিতর্কে অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

সম্প্রতি অক্ষয় কুমারের ‘কনাপ্পা’ ছবির ‘মহাকাল চলো’ গানটি মুক্তি পেয়েছে। সেই গান নিয়ে যত ঝামেলার সূত্রপাত্র। এই গানে অভিনেতা একেবারে শিবলিঙ্গ জড়িয়ে রয়েছেন এবং সেই সময় লিঙ্গকে পঞ্চামৃতে অভিষেক করা হচ্ছে। তাতেই আপত্তি জানিয়েছেন পুরোহিতদের অ্যাসোসিয়েশন। তাঁদের সভাপতি মহেশ শর্মা জানিয়েছেন, এতে হিন্দু ধর্মের অপমান করা হয়েছে।

Advertisement

গানটি ভাল হলেও তাঁদের আপত্তি চিত্রায়ণ নিয়ে। তাঁদের কথা অনুযায়ী, “ছবিতে অভিনেতা শিবলিঙ্গকে আলিঙ্গন করছেন এবং তার উপর পঞ্চামৃত অভিষেক করা হচ্ছে যা অনুপযুক্ত। এ ছাড়াও, যে ভাবে ভস্ম নিবেদন করা হচ্ছে, সেটা ঠিক নয়। কারণ কেবল উজ্জয়িনীর মহাকালকেই ভস্ম দেওয়া হয়, অন্য কোথাও নয়। ছবির সেটে যা কিছু একটা তৈরি করে সনাতন ধর্মকে অপমান করা ঠিক নয়।’’

এই ঘটনার পর চুপ থাকেননি অক্ষয়ও। তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই আমার বাবা-মা শিখিয়েছেন, ঈশ্বরই আমাদের মাতা-পিতা। তা হলে, যদি তুমি তোমার বাবা-মাকে আলিঙ্গন করো, তাতে দোষের কী আছে? একেবারেই নেই। যদি আমার ভক্তিকে কেউ বাঁকা চোখে দেখেন তাতে আমার কোনও দোষ নেই।’’ এ বার এটাই দেখার যে, অক্ষয়ের মন্তব্যে পাল্টা কোনও প্রতিক্রিয়া আসে কি না পুরোহিতদের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement