Stock Market Hike

পয়লা বৈশাখের আগেই লগ্নিকারীদের লক্ষ্মীলাভ! ফের চড়ল বাজার, কেন ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি?

পয়লা বৈশাখের আগে লগ্নিকারীদের পকেটে এল মোটা টাকা। শুক্রবার, ১১ এপ্রিল দিনভর ঊর্ধ্বমুখী থাকল শেয়ার বাজার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:৩৫
Share:
Representative Picture

—প্রতীকী ছবি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক নীতিতে ৯০ দিনের স্থগিতাদেশ জারি করতেই এশিয়ার শেয়ার বাজারে ওঠে ঝড়। এ বার সেই ছবি দেখা গেল বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও। শুক্রবার, ১১ এপ্রিল সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের লাফিয়ে বাড়ল সূচক। ফলে পয়লা বৈশাখের আগে লগ্নিকারীদের মুখে ফুটেছে হাসি।

Advertisement

এ দিন ৭৫,১৫৭.২৬ পয়েন্টে উঠে বন্ধ হয় সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচকে ১,৩১০.১১ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে, যেটা ১.৭৭ শতাংশ। অন্য দিকে, নিফটি-৫০ উঠেছে ২২,৮২৮.৫৫ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক বেড়েছে ১.৯২ শতাংশ বা ৪২৯.৪০ পয়েন্ট। দু’টি বাজার মিলিয়ে মোট ৩,০০৬টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর পড়েছে ৮০৭টি স্টকের। পাশাপাশি, ১১০টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি।

ব্রোকারেজ ফার্মগুলির দাবি, এ দিন সমস্ত শ্রেণির স্টকই সবুজ জ়োনে ছিল। ধাতু-সংকর সংস্থাগুলির শেয়ারের দর চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া গাড়ি নির্মাণকারী, তেল ও গ্যাস, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রাষ্ট্রায়ত্ত সংস্থা, টেলি যোগাযোগ এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের সংস্থাগুলির স্টক দু’শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

Advertisement

বিএসইতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির সূচক যথাক্রমে তিন এবং ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিফটি-৫০-এ হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়, টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, কোল ইন্ডিয়া এবং জিয়ো ফিন্যান্সের বিনিয়োগকারীরা বেশি লাভবান হয়েছেন। অন্য দিকে টিসিএস, এশিয়ান পেইন্ট এবং অ্যাপোলো হাসপাতালের স্টকে সর্বাধিক লোকসান হয়েছে।

ভারতীয় শেয়ার বাজারের এ হেন রকেট গতির নেপথ্যে একাধিক কারণ রয়েছে। চলতি সপ্তাহেই সুদের হার (রেপো রেট) হ্রাস করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। পাশাপাশি, এই অর্থবর্ষে (২০২৫-’২৬) মুদ্রাস্ফীতির সম্ভাব্য হার চার শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এগুলিরই ইতিবাচক প্রভাব বাজারের উপর পড়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শুল্কতে সাময়িক স্থগিতাদেশের ক্ষেত্রে চিনকে বাদ রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে বিদেশি লগ্নিকারীদের একাংশ বেজিঙের সংস্থাগুলির স্টক বিক্রি করে ভারতের বাজারে বেশি পরিমাণে বিনিয়োগ করছেন। ফলে ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স এবং নিফটি। এই পরিস্থিতি আগামী কয়েক দিন বজায় থাকবে বলে আশাবাদী আর্থিক বিশ্লেষকেরা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement