অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।
বলিউডে অন্য তারকাদের তুলনায় বছরে তাঁর ছবির সংখ্যা অনেক বেশি। তবে সাম্প্রতিক অতীতে অক্ষয় কুমারের একাধিক ছবি ফ্লপ করলেও, অভিনেতা যে অভিনয় থেকে বিরতি নিতে পারেন, এমন কোনও বিবৃতি দেননি। তবে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর অক্ষয়কে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বলিউডে।
এ বার অক্ষয়ের সমর্থনে মুখ খুললেন পরিচালক ও কোরিয়োগ্রাফার আহমেদ খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অক্ষয়ের পর পর ছবি করা প্রসঙ্গে আহমেদ তাঁর মতামত জানিয়েছেন। ‘হিরোপন্তি ২’-এর পরিচালক বলেন, ‘‘অক্ষয় কি টাকার জন্য অভিনয় করেন! মানুষটার তো আর টাকাপয়সার প্রয়োজন নেই।’’
এই প্রসঙ্গে আহমেদকে বলিউডের ‘খিলাড়ি কুমার’ কিছু গুরুত্বপূর্ণ কথাও নাকি বলেছিলেন! আহমেদের কথায়, ‘‘তিনি বলেন কাজকে কাজের মতোই দেখা উচিত। সুযোগ পেলে সেটাই নিজের শেষ কাজ ভাবা উচিত এবং নিজের সেরাটা দেওয়া উচিত।’’
কথা প্রসঙ্গেই কাজের প্রতি অক্ষয়ের নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার কথাও উল্লেখ করেন আহমেদ। তিনি বলেন, ‘‘অক্ষয় ব্যর্থতা নিয়ে কখনও মুখ খোলেন না। কাজে নিজের একশো শতাংশ দিতে পারছেন, সেটাই ওঁর মূল লক্ষ্য।’’ এরই সঙ্গে আহমেদ যোগ করেন, ‘‘নিজেকে যদি বদলাতেও হয়, সেই পরিবর্তন অক্ষয় দরজা বন্ধ করে করেন। কারও সঙ্গে ভাগ করে নেন না।’’
আহমেদ জানান, অক্ষয় সব সময়ে সেটে ঘড়ি ধরে পৌঁছন। উদাহরণস্বরূপ তিনি জানান, যদি সকাল ৭টায় কলটাইম থাকে তা হলে সাড়ে ছ’টার মধ্যে অক্ষয় সেটে চলে আসেন। আহমেদের মতে, কাজের প্রতি এই নিষ্ঠা থাকলে, তখন অভিনেতা সাফল্য বা ব্যর্থতা নিয়ে মাথা ঘামান না।