Aishwarya Rai Bachchan

হুবহু ঐশ্বর্যের দেখা মিলল পাকিস্তানে, মিশ্র প্রতিক্রিয়ায় ভরে উঠেছে নেটমাধ্যম

আমনার নেট-পাড়া ঘুরে এলে বোঝা যাবে, বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া অভিনেত্রী ঐশ্বর্যকে অনুসরণ করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:০২
Share:

আমনা ইমরান ও ঐশ্বর্য রাই

হুবহু ঐশ্বর্য! ‘লাকি, নো টাইম ফর লাভ’-এর অভিনেত্রী স্নেহা উলালের কথা বলা হচ্ছে না। এ বারে একেবারে প্রতিবেশী দেশ থেকে নেটাগরিকরা ঐশ্বর্য রাই বচ্চনের মতো দেখতে এক মহিলার সন্ধান দিলেন। স্নেহা উলালের সময়ে এই কাজের দায়ভার নিয়েছিলেন সলমন খান। এ বারে নেটাগরিকরা দায়িত্ব পালন করলেন।

Advertisement

পাকিস্তানি মহিলা আমনা ইমরান এক জন ‘বিউটি ব্লগার’। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা নেহাতই কম নয়। এখন নেটমাধ্যমের যুগে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই তাঁর মতো দেখতে এক যুবকের (সচিন তিওয়ারি) খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা। সচিনের একাধিক টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সে ভাবেই এ বার সামনে এলেন আমনা।

চমকে গিয়েছেন নেটাগরিকরা। মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে গিয়েছে আমনার ছবিগুলির কমেন্ট বক্স। কেউ কেউ আমনার দিকে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। দাবি জানাচ্ছেন, ঐশ্বর্যকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাঁকে ঐশ্বর্যর চাইতেও সুন্দর বলছেন।

Advertisement

তবে আমনার নেট-পাড়া ঘুরে এলে বোঝা যাবে, বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া অভিনেত্রী ঐশ্বর্যকে অনুসরণ করেন তিনি। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বর্য ঠিক যেমনটি সেজেছিলেন, তেমনই লাগছে তাঁকে। এ ছাড়াও ঐশ্বর্য রাইয়ের ‘মহব্বতে’ ছবির একটি গানে ঠোঁট মিলিয়ে রিল ভিডিয়ো করেছেন আমনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement