Aishwarya Rai

ঐশ্বর্যা শুধুই ‘রাই’! নাম থেকে ‘বচ্চন’ মুছে কি আসন্ন বিচ্ছেদের বার্তা দিলেন সুন্দরী?

সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঐশ্বর্যা। সেখানে পরিচিতিতে নিজের নামের পাশ থেকে মুছে দিয়েছেন ‘বচ্চন’ পদবি। নিজেকে বিশ্বের কাছে ফের শুধু ঐশ্বর্যা রাই নামেই পরিচয় দিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১২:৪২
Share:

নামের পাশে বচ্চন পদবি সরিয়ে দিলেন ঐশ্বর্যা! ছবি: সংগৃহীত।

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনার অন্ত নেই। গত বছরের গোড়া থেকেই গুঞ্জন তাঁরা নাকি আলাদা হতে চাইছেন। যদিও এই প্রসঙ্গে দু’জনেরই মুখে কুলুপ। এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কোনও তরফেই। বিভিন্ন সময়ে কিছু ইঙ্গিত মিলেছে শুধু। তাতে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এ বার এক ধাপ এগিয়ে পদক্ষেপ করলেন ঐশ্বর্যা। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে পরিচিতি অংশে নিজের নামের পাশ থেকে মুছে দিলেন ‘বচ্চন’ পদবি। বিশ্বের কাছে ফের শুধু ঐশ্বর্যা রাই নামেই পরিচয় দিলেন নিজের। তাতেই সন্দেহ দানা বেঁধেছে।

Advertisement

দুবাইয়ের অনুষ্ঠানে ঐশ্বর্যকে একটি রুপোলি কাজ করা নীল গাউনে দেখা যায়। খোলা চুলে মঞ্চে উঠেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পিছনে থাকা স্ক্রিনে ফুটে ওঠে তাঁর নাম— ঐশ্বর্যা রাই, আন্তর্জাতিক তারকা। বিয়ের পর থেকে সরকারি ভাবেই নামের পাশে ‘বচ্চন’ পদবি ব্যবহার করতেন ঐশ্বর্যা। সেই পরিচিতিতে পরিবর্তন হওয়ায় ফের উঠছে অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ। অতীতে যখন তাঁকে শুধু ঐশ্বর্যা রাই বলে সম্বোধন করা হয়েছে, নিজেই সংশোধন করে দিয়ে জানিয়েছেন, তিনি ঐশ্বর্যা রাই বচ্চন। এ বার চোখের সামনে নিজের বিয়ের আগের পদবি পর্দায় ফুটে উঠতে দেখেও আপত্তি জানাননি প্রাক্তন বিশ্বসুন্দরী।

গত কয়েক মাসে বচ্চন পরিবারের একের পর এক ঘটনা উঠে এসেছে আলোচনায়। কখনও অম্বানীদের বিয়েতে পারিবারিক জমায়েত, গোটা বচ্চন পরিবার এক দিকে, অন্য দিকে ঐশ্বর্যার মেয়ে আরাধ্যাকে নিয়ে একান্তে প্রবেশ, কখনও ঐশ্বর্যার জন্মদিনে বচ্চন পরিবারের নীরবতা— কথা হয়েছে সব কিছু নিয়েই। সম্প্রতি ছোট্ট আরাধ্যার জন্মদিনেও বচ্চন পরিবারের কারও তরফে শুভেচ্ছাবার্তা না আসায় জল্পনা বেড়েছিল। পাশাপাশি অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের খবরে ছয়লাপ নেটপাড়া। যদিও অভিষেক নিজেকে সব সময় বিবাহিতই বলে এসেছেন। কখনও আবার নিজের বিচ্ছেদের খবর নিয়ে মশকরাও করেছেন। কিন্তু ঐশ্বর্যা বরাবর নীরব ছিলেন। এ বার কি নীরবে বার্তা দিলেন অভিনেত্রী! তবে কি সত্যিই তাঁদের ১৭ বছরের বিবাহিত জীবন ভাঙনের মুখে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement