Entertainment News

সুখবর দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন

বচ্চন পরিবারে এখন খুশির হাওয়া। অমিতাভ বচ্চন ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে সম্মানিত। অন্য দিকে বউমার তামিল ইন্ডাস্ট্রিতে পদার্পণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। সুখবর দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁর প্রিয় পরিচালক মণিরত্নমের নতুন ছবিতে এ বার দেখা যাবে তাঁকে। বহু দিন পর তামিল ইন্ডাস্ট্রিতে বিশ্বসুন্দরীর প্রত্যাবর্তন। তবে চমক আছে আরও! এই ছবিতে একসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যাকে।

Advertisement

বচ্চন পরিবারে এখন খুশির হাওয়া। অমিতাভ বচ্চন ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে সম্মানিত। অন্য দিকে বউমার তামিল ইন্ডাস্ট্রিতে পদার্পণ।

‘অওর প্যার হো গ্যায়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ঐশ্বর্যা। তাই অনেকেরই ধারণা, এই সিনেমার মাধ্যমেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন ঐশ্বর্যা। তবে না, এমনটা নয়, ঐশ্বর্যা অভিনয়ে পা রেখেছিলেন মণিরত্নমের তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে। সে অনেক বছর আগের কথা। সেই মণিরত্নমের সঙ্গে আবার কাজ! খুশি ঐশ্বর্যা।

Advertisement

আরও পড়ুন: ১৫ বছরে ধর্ষিতা হয়েছিলাম, পরিচিতের কাছে বেচে দিয়েছিল মা! বিস্ফোরক ডেমি মুর

আরও পড়ুন: সানি লিওনি ফিরছেন স্বমহিমায়, এ বার কামসূত্রে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement