Aishwarya Rai Bachchan

অভিষেকের জন্য শাহরুখকে ফিরিয়েছিলেন! স্বামীর ‘মন’ পেতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্যা?

ঐশ্বর্যার এক পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেটি দেখেই নেটাগরিকের অনুমান, স্বামী ও সংসার সামাল দিতে গিয়েই কাজ থেকে সরে যেতে হয়েছে ঐশ্বর্যাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৯:৫১
Share:
Aishwarya Rai Bachchan once rejeceted Shah Rukh Khan’s film as she was not casted opposite Abhishek Bachchan

অভিষেক বচ্চনের জন্যই নাকি শাহরুখ খানকে ফিরিয়েছিলেন ঐশ্বর্যা। ছবি: সংগৃহীত।

অভিষেক বচ্চনের জন্য নিজের কর্মজীবনে একের পর এক ত্যাগ করেছেন ঐশ্বর্যা রাই বচ্চন? গত কয়েক মাস ধরেই তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই ঐশ্বর্যার এক পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেটি দেখেই নেটাগরিকের অনুমান, স্বামী ও সংসার সামাল দিতে গিয়েই কাজ থেকে সরে যেতে হয়েছে ঐশ্বর্যাকে।

Advertisement

শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে একটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বর্যাকে। অভিষেকও ছিলেন সেই ছবিতে। তবে তাঁর বিপরীতে ছিল না ঐশ্বর্যাকে প্রস্তাব দেওয়া সেই চরিত্রটি। সেই কারণেই রাজি হননি ঐশ্বর্যা। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমার কাছে এসেছিল ছবির প্রস্তাব। বেশ মজার চরিত্র ছিল। জানতাম ভালই অভিজ্ঞতা হবে। কিন্তু অভিষেকের বিপরীতে আমার চরিত্রটি ছিল না। বিষয়টি অদ্ভুত! তাই না? সেই কারণেই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।”

এই সাক্ষাৎকার দেখে নেটাগরিকের মত, “কোনও সন্দেহ নেই। অভিষেকের জন্যই নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছেন ঐশ্বর্যা।” অন্য দিকে, শোনা যায় ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্রেরই প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বর্যাকে। ছবিতে মূল নায়ক অর্থাৎ শাহরুখের বিপরীতে ছিল সেই চরিত্র। সহ-অভিনেতা ছিলেন অভিষেক। নেটাগরিকের অনুমান, “অভিষেকের সামনে ঐশ্বর্যা আসলে শাহরুখের নায়িকা হতে চাননি। যদিও ‘ধুম’ ছবিতে অভিষেক থাকা সত্ত্বেও তিনি হৃত্বিকের বিপরীতে ছিলেন। তবে সেই ছবিতে অভিষেকই ছিলেন প্রধান নায়ক। তাই ‘ইগো’তে আঘাত লাগা বা মন কষাকষির তেমন জায়গা ছিল না।”

Advertisement

সম্পর্কে বনিবনার অভাবেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা? অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করেননি অভিষেক ও ঐশ্বর্যা। সেখান থেকেই জল্পনা ঘনীভূত হয়। তবে এও শোনা যাচ্ছে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি তাঁদের দাম্পত্যে চিড় ধরিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement