TRP Ratings

দীপাবলির সপ্তাহেও শীর্ষে ‘ফুলকি’! টিআরপি তালিকায় প্রথম পাঁচেও বিশেষ চমক

সপ্তাহ খানেক আগেই ৫০০ পর্ব পেরিয়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’। গত সপ্তাহের টিআরপি তালিকাও বলছে, ‘ফুলকি’ই শীর্ষে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৪:৪৯
Share:

(বাঁ দিকে) ধারাবাহিক ‘ফুলকি’ তে দিব্যানী মণ্ডল ও অভিষেক বসু, ‘কথা’ ধারাবাহিকে সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্য (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সপ্তাহখানেক আগেই ৫০০ পর্ব পেরিয়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’। গত সপ্তাহের টিআরপি তালিকাও বলছে, ‘ফুলকি’ই শীর্ষে। চলতি সপ্তাহেও সেই একই ধারা বজায় রইল। শীর্ষে ফুলকি। দীপাবলির মরসুমে ছুটি থাকার কারণে গত বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ পায়নি। সোমবার প্রকাশ্যে এল টিআরপি তালিকা। তবে ‘ফুলকি’র সঙ্গে এ বার শীর্ষে রয়েছে ‘নিম ফুলের মধু’ও। দুই ধারাবাহিকই সাড়া ফেলেছিল গত সপ্তাহে। দু’টি ধারাবাহিকেরই নম্বর ৭.৭।

Advertisement

গত সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ‘গীতা এলএলবি’ ও ‘কথা’। এই সপ্তাহেও কোনও হেরফের হল না। ৭.১ নম্বর নিয়ে এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে স্টার জলসার এই দুই ধারাবাহিক। গত সপ্তাহের তালিকায় প্রথম পাঁচে ছিল না ‘কোন গোপনে মন ভেসেছে’। এই সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এল এই ধারাবাহিক। ৬.৯ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর একটি ধারাবাহিক— ‘জগদ্ধাত্রী’।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

প্রথম পাঁচে এ সপ্তাহে উঠে এসেছে স্টার জলসার ‘শুভ বিবাহ’। ৬.১ নম্বর পেয়ে এই ধারাবাহিক রয়েছে চতুর্থ স্থানে। গত সপ্তাহে ‘উড়ান’ ছিল চতুর্থ স্থানে। এ বার এই ধারাবাহিক কিছুটা পিছিয়ে জায়গা নিয়েছে পঞ্চম স্থানে। প্রাপ্ত নম্বর ৫.৯। একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘রোশনাই’ ধারাবাহিকও।

Advertisement

৫.৭ নম্বর পেয়ে ষষ্ঠ নম্বরে রয়েছে একাধিক ধারাবাহিক— জ়ি বাংলার ‘আনন্দী’, স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’, ‘তেঁতুলপাতা’, ‘অনুরাগের ছোঁয়া’। সপ্তম স্থানে যৌথ ভাবে রয়েছে ‘ডায়মন্ড দিদি জ়িন্দাবাদ’ ও ‘রাঙামতি তিরন্দাজ’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। ৪.৫ নম্বর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ‘পুবের ময়না’ ও ‘মিঠিঝোরা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement