Aishwarya Rai Bachchan Gets Injured

হাতে প্লাস্টার নিয়েই কান চলচ্চিত্র উৎসবে! কী ভাবে চোট পেলেন? উত্তর এড়ালেন ঐশ্বর্যা

সম্প্রতি পারিবারিক গোলযোগ ও অভিষেকের সঙ্গে দাম্পত্যে ফাটল প্রসঙ্গে বার বার শিরোনামে এসেছেন তিনি। এর মধ্যে জখমও হলেন। কী ভাবে? জিজ্ঞেস করলেও উত্তর দেননি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১৬:২১
Share:

ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যা। ছবি: সংগৃহীত।

কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে হাতে চোট পেলেন ঐশ্বর্যা রাই বচ্চন। বুধবার রাতে মুম্বই বিমানবন্দরে কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে দেখা মেলে অভিনেত্রীর। মুহূর্তে লেন্সবন্দি। তাঁর ডান হাতের প্লাস্টার নজর এড়ায়নি ছবিশিকারিদের। মায়ের হাত থেকে ব্যাগ নিয়ে সাহায্য করতে দেখা গেল আদুরে কন্যা আরাধ্যাকে। হামেশাই অভিনেত্রীর সফরসঙ্গী সে। হাতে চোট নিয়েও হাসিমুখে ছবি তুললেন অভিনেত্রী। পরনে কালো পোশাক, হাঁটু পর্যন্ত লম্বা নীল কোট। গন্তব্য ফ্রেঞ্চ রিভিয়েরা।

Advertisement

তা হলে কি হাতে প্লাস্টার নিয়েই কানের রেড কার্পেটে হাঁটবেন প্রাক্তন বিশ্বসুন্দরী? উঠছে প্রশ্ন। মুম্বই বিমানবন্দরের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। ঐশ্বর্যা কী ভাবে জখম হয়েছেন, তা নিয়ে উদ্বিগ্ন দর্শক। পাশাপাশি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন ভক্তরা।

কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেক বারই নজর কাড়েন বলি অভিনেত্রী। তাঁর পোশাক থেকে মোহময়ী ভাবভঙ্গিমায় হেঁটে যাওয়া, সব কিছুতেই জানান দেয় রাই সুন্দরী অদ্বিতীয়। সম্প্রতি পারিবারিক গোলযোগ ও অভিষেকের সঙ্গে দাম্পত্যে ফাটল প্রসঙ্গে বার বার শিরোনামে এসেছেন তিনি। এর মধ্যে জখম হলেন। ছবিশিকারিরা জখমের কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেননি অভিনেত্রী। আলাদা করে কোনও বিবৃতিও মেলেনি অভিনেত্রীর তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement