Mithai

আবারও বাংলা সেরা ‘মিঠাই’, ম্লান ‘খড়কুটো’ ম্যাজিক?

সাপ্তাহিক টিআরপি অনুযায়ী জি বাংলার ‘মিঠাই’ চলতি সপ্তাহেও রসেবশে রেখেছে জনতা জনার্দনকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১২:৩৭
Share:

‘মিঠাই’ খুশি করছে দর্শককে।

রেটিং চার্ট বলছে, অস্তাচলে ‘মোহর’। দুপুরের নতুন স্লটে আসার পর তার সংগ্রহে মাত্র ২.৫!

সাপ্তাহিক টিআরপি অনুযায়ী জি বাংলার ‘মিঠাই’ চলতি সপ্তাহেও রসেবশে রেখেছে জনতা জনার্দনকে। খুশি হয়ে দর্শকেরা ‘বদলি উপহার’ দিয়েছেন ধারাবাহিককেও। সবাইকে টপকে ৯.৩ পয়েন্ট পেয়ে গত সপ্তাহের মতোই বাংলা তথা সপ্তাহের সেরা এই ধারাবাহিক। ৮.৩ পেয়ে দ্বিতীয় স্থান দখল জি বাংলার আরেক ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র। দীপু-অপুর বিয়ে। তাই নিয়ে ২ সংসারের টানটান দ্বন্দ্ব আপাতত এই ধারাবাহিকের মূল আকর্ষণ। ৮.২ পেয়ে তৃতীয় ‘কৃষ্ণকলি’। মিষ্টি ‘মা’ হতে চলেছে। মুখোপাধ্যায় বাড়ির এই খবর প্রকাশ্যে এসেছে পয়লা বৈশাখে। সেই খবরও টাটকা অক্সিজেন জোগাতে পারেনি স্টার জলসা-র ‘খড়কুটো’ ধারাবাহিককে। এক সময় টানা ৫ সপ্তাহের সেরা ধারাবাহিক ৭.৬ পেয়ে পিছিয়ে এসেছে চতুর্থ স্থানে। পঞ্চম ‘যমুনা ঢাকি’। তার সংগ্রহে ৭.৩।

এ বার ‘সপ্তাহ সেরা’ চ্যানেলের ফলাফলেও বদল! ৫৯৩ পেয়ে প্রথম জি বাংলা। স্টার জলসা পেয়েছে ৫৭৯ নম্বর। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement