Yami Gautam

বিরাট-অনুষ্কার পর সুখবর দিতে চলেছেন ইয়ামি, কী ভাবে ধরা পড়লেন অভিনেত্রী?

চলতি বছরের শুরুর দিকে ভূমিষ্ঠ হবে বিরাট-অনুষ্কার সন্তান। এর মাঝে বলিউডে অন্য আর এক জুটির বাবা-মা হওয়ার জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৪:২৭
Share:

ইয়ামি গৌতম এবং আদিত্য ধর। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। সাধারণত তারকারা সন্তান আগমনের খবর নিজেরাই ঘটা করে জানান। তবে বিরাট-অনুষ্কা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সে পথে হাঁটেননি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, চলতি বছরের শুরুর দিকে ভূমিষ্ঠ হবে বিরাট-অনুষ্কার সন্তান। এর মাঝে বলিউডে অন্য আর এক জুটির বাবা-মা হওয়ার জল্পনা। তাঁরা হলেন ইয়ামি গৌতম ও আদিত্য ধর। সম্প্রতি ছবিশিকারিদের কাছে ধরা পড়ে গেলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি মুম্বইতে স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। পরনে ছিল সালোয়ার কামিজ। ক্যামেরা দেখামাত্র ওড়না দিয়ে বার বার পেট আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন ইয়ামি। ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটপাড়ার একাংশের মত, অন্তঃসত্ত্বা ইয়ামি। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী কিংবা তাঁর স্বামীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি পরিচালক ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালকের সঙ্গে। ২০১৯ সালে এই ছবির শুটিং চলাকালীন প্রেমে পড়েন ইয়ামি-আদিত্য। তার দু’বছরের মাথায় হিমাচলে নিজের বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এ বার দুই থেকে তিন হওয়ার পালা দম্পতির!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement