আফতাব শিবদাসানি। ছবি: সংগৃহীত।
সাইবার প্রতারণার শিকার হলেন অভিনেতা আফতাব শিবদাসানি। হঠাৎই ফোনে এক মেসেজ পান তিনি, যার মাধ্যমে তাঁকে আবেদন জানানো হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল কেওয়াইসি সংযুক্তিকরণের প্রয়োজন। ‘নো ইয়োর কাস্টমার’ থেকে মেসেজ করে এই সংযুক্তিকরণের বার্তা পান অভিনেতা। সে মতো সবটা করতেই আচমকাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ১.৫ লাখ টাকা।
এক বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আফতবের। অভিনেতার সঙ্গে ঘটনাটি ঘটে রবিবার। তার পরই সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে কথা বলে পুলিশের দ্বারস্থ হন অভিনেতার। বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। বান্দ্রা থানার এক পুলিশ আধিকারিক জানান, অভিনেতা ফোনে একটি মেসেজ পেয়েছিলেন। অপরিচিত এক নম্বর থেকে আসে এই মেসেজ। তাঁকে নির্দেশ দেওয়া হয়, তাঁর সমস্ত নথি অনলাইনে আপলোড করতে। নয়তো তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তিনি তার পর সেই লিঙ্কে ক্লিক করেন। যা যা করতে বলা হয়েছিল, গোটাটাই করেন তিনি। তার পরই তিনি একটি মেসেজ পান। তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তাঁর অ্যাকাউন্ট থেকে নাকি ১,৪৯,৯৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।