অদ্রিজা।
বড় পর্দার মতো ছোট পর্দাতেও এখন সিক্যুয়েলের রমরমা। হাতেগরম উদাহরণ হতেই পারে, ‘এখানে আকাশ নীল’, ‘দুর্গা দুর্গেশ্বরী’। হালে দিন বদলের পালায় পরিবর্তনের আঁচ সেখানেও।
সুরক্ষার খাতিরে যেমন অনেক নির্দেশিকা মেনে আবার শুটিং শুরু হয়েছে, তেমনই এই নির্দেশিকা মেনে, ৮৪ দিনের ফাঁক ভরিয়ে চিত্রনাট্যের বুনোট টানটান রাখতে গল্পে, চরিত্রে বদল আসছে প্রয়োজন বুঝে।
সেই বদল স্টার জলসার ‘এখানে আকাশ নীল’-এ, ‘দুর্গা দুর্গেশ্বরী’-তেও। বদল মেনে উজানের পাশে হিয়াকে আর যেমন দেখতে পাবেন না দর্শক, তেমনই আর এক জনপ্রিয় ধারাবাহিক ‘দুর্গা দুর্গেশ্বরী’ নতুন রূপে ফিরছে দুর্গা বা দুগ্গার মেয়ে ‘দেবী’র হাত ধরে। যে চরিত্রে দেখা যাবে অদ্রিজা রায়কে।
এই ধারাবাহিকের আগে আদৃজাকে নিয়মিত দেখা যাচ্ছিল কালার্স বাংলার ‘মঙ্গল চণ্ডী’ মেগার অন্যতম চরিত্র ‘খুল্লনা’ হিসেবে। চ্যানেলের সমস্ত মেগার শুট আপাতত বন্ধ থাকায় অদ্রিজা তাই নতুন রূপে, ভিন্ন চ্যানেলে। এই বদলে ভীষণ খুশি অদ্রিজা। বললেন, ‘‘শনিবার থেকে দুগ্গার বদলে আমি আসছি। দুগ্গার মেয়ে দেবী হিসেবে। আমার বিপরীতে রবি সাউ।’’
চরিত্রের এই বদল গল্পকে বদলে দিচ্ছে কীভাবে? ‘‘লকডাউনের আগে পর্যন্ত দুগ্গা আর ওঙ্কারের জীবন দেখেছেন দর্শক। লকডাউন পরবর্তীতে দুগ্গা-ওঙ্কার আর নেই। তাঁদের মৃত্যুর পর তাঁদের মেয়ে দেবী বলবে বাকি গল্প। তার জীবন শোনাবে নতুন কাহিনি’’,জানালেন উচ্ছ্বসিত অভিনেত্রী। সঙ্গে এ-ও জানাতে ভুললেন না, ‘মঙ্গল চণ্ডী’র মতো ‘দুর্গা দুর্গেশ্বরী’ সম্পূর্ণ পৌরাণিক না হলেও ভক্তিরস এবং পুরাণের ছোঁয়া তাতেও আছে। তাই নিজেকে নতুন চরিত্রে মানিয়ে নিতে একটুও অসুবিধে হয়নি।
আরও পড়ুন- সুশান্তের মৃত্যু রহস্যে নতুন মোড়? অভিনেতার সঙ্গে চুক্তিপত্র জমা করল যশরাজ ফিল্মস
২০১৯-এর সেপ্টেম্বরে শুরু হওয়া ‘দুর্গা দুর্গেশ্বরী’র মূল ভাবনা, হিন্দু শাস্ত্র মতে সব মেয়ের মধ্যেই মা দুর্গা লুকিয়ে। দু্গ্গা তেমনই এক মেয়ে। যার আধারে দুর্গতিনাশিনীর শক্তি লুকিয়ে। দুগ্গা মা দুর্গার একনিষ্ঠ ভক্ত। যার নখদর্পণে জ্যোতিষশাস্ত্র। এই দুগ্গা বাস্তব জীবনে অসুরদলনী হয়ে পিসি উজ্জ্বয়িনীর হাত থেকে রক্ষা করবে নিজের স্বামী ওঙ্কারকে। মেগার প্রধান দুই চরিত্র দুগ্গা আর ওঙ্কারের চরিত্রে দেখা গিয়েছে সম্পূর্ণা আর বিশ্বরূপকে। ধারাবাহিকের প্রযোজনায় এসভিএফ। এর আগেও স্টার জলসার একাধিক মেগা, যেমন, পটলকুমার গানওয়ালা, মা, বোঝে না সে বোঝে না-র মতো ধারাবাহিক প্রযোজনা করেছে এই প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন- আমায় বহু ফিল্ম থেকে বাদ দিয়েছিলেন সুপারস্টার ‘খান’, ‘স্টাইল’ অভিনেতার নিশানায় কে?
ধারাবাহিক সম্পর্কে সংস্থার পক্ষ থেকে মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘‘বাস্তবে দুগ্গার মতো মেয়ে ঘরে ঘরে। যাঁরা নিজেদের শক্তির জোরে, বুদ্ধি দিয়ে জয় করছেন প্রতিকূলতাকে। তার সঙ্গে যদি ঐশ্বরিক শক্তির মিশেল ঘটে তাহলে কী হয় সেটাই দেখাবে এই ধারাবাহিক। দেবী সেই দুগ্গারই প্রতিনিধি।’’