Aditya narayan

প্যান্ট ফাটল বরমাল্য পরাতে গিয়ে, পাজামায় সাত পাক ঘুরলেন আদিত্য নারায়ণ

‘বলিউড হঙ্গামা’-র একটি সাক্ষাৎকারে বিয়ের অনুষ্ঠানের সব থেকে স্মরণীয় মুহূর্তটির কথা নিজেই বললেন আদিত্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৩:৪১
Share:

অভিনেত্রী স্বেতা আগরওয়াল ও গায়ক আদিত্য নারায়ণ।

স্বেতাকে বরমাল্য পরানোর সময়ে বন্ধুরা কোলে তুলতেই শৌখিন প্যান্ট গেল ফেটে! ভাগ্য ভাল বন্ধুর কাছে বাড়তি একটি পাজামা ছিল। তাই দিয়ে সম্ভ্রম বাঁচালেন আদিত্য।

Advertisement

জমকালো চোস্ত ছাড়াই সাত পাক ঘুরলেন উদিত-পুত্র। ‘বলিউড হঙ্গামা’-র একটি সাক্ষাৎকারে বিয়ের অনুষ্ঠানের সব থেকে স্মরণীয় মুহূর্তটির কথা নিজেই বললেন আদিত্য।

মঙ্গলবার জুহুর ইসকন মন্দিরে অভিনেত্রী স্বেতা আগরওয়াল ও গায়ক আদিত্যর বিয়ে হয়। ‘‘বিয়েটা খুবই ছোট করে হয়েছে। কাছের বন্ধুবান্ধব, পরিবার ও আত্মীয়রাই শুধু ছিলেন। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’’ বললেন সদ্য বিবাহিত।

Advertisement

আরও পড়ুন: নেহার বিয়েতে নিমন্ত্রিতই ছিলেন না, প্রথম নায়িকার গলাতেই মালা দিলেন আদিত্য নারায়ণ

কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি আর্থিক সমস্যায় ভুগছেন। ব্যাঙ্কে ৮ হাজার টাকা পড়ে রয়েছে মাত্র। প্রয়োজনে নিজের বাইকটিও বেচে দিতে হতে পারে। তার উপরে বিয়ের খরচার কথাও মাথায় রাখতে হচ্ছে। এ দিকে বিয়ের পর প্রথম সাক্ষাৎকারেই তিনি জানালেন, বাবা-মা উদিত নারায়ণ ও দীপা নারায়ণের বাড়ির কাছেই পাঁচ শয্যার একটি নতুন ফ্ল্যাট কিনেছেন তিনি। আদিত্যর পুরনো সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন করতে তিনি জানালেন, এই ফ্ল্যাটটি কেনার জন্য তিনি অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলেন।

আরও পড়ুন: কর্ণ জোহরের রিয়্যালিটি সিরিজ় কতটা সাড়া জাগাল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement