Tunisha Sharma

শীজ়ান নয়, মৃত্যুর আগে তুনিশা ভিডিয়ো কল করেছিলেন এক নতুন মানুষের সঙ্গে, আলাপ টিন্ডারে!

সোমবার ছিল তুনিশা মামলার শুনানির তারিখ। বাদী ও বিবাদী দু’পক্ষের মধ্যে বিস্তর কথা কাটাকাটি চলে আদালতে। সেখানেই তুনিশাকে নিয়ে এ ধরনের চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিনেতার আইনজীবী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৪:২৪
Share:

তুনিশাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য শীজ়ানের আইনজীবীর। — ফাইল চিত্র।

আদালতে তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে নানা রকম নতুন তথ্য দিলেন শীজ়ান খানের আইনজীবীর। ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি নিজেকে নথিভুক্ত করিয়েছিলেন তুনিশা। সেখানেই তাঁর আলাপ হয়ে আলি নামেরও কোনও ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাঁদের। মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হয়ে গিয়েছিলেন তুনিশা, দাবি শীজ়ানের আইনজীবীর।

Advertisement

এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তুনিশার প্রাক্তন প্রেমিক শী়জ়ান খান। সোমবার ছিল তুনিশা মামলার শুনানির তারিখ। বাদী ও বিবাদী দুই পক্ষের মধ্যে বিস্তর কথা কাটাকাটি চলে কোর্টরুমে। সেখানেই তুনিশাকে নিয়ে এ ধরনের চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিনেতার আইনজীবী। তাঁর দাবি, আত্মহত্যার আগের ১৫ মিনিট আলির সঙ্গেই ভিডিয়ো কলে কথা বলেছিলেন অভিনেত্রী। পাশপাশি তাঁর সংযোজন, গোটা ঘটনায় শীজ়ানের কোনও যোগসূত্র নেই, তিনি নিরাপরাধ।

এ দিকে দিন দুয়েক আগে, তুনিশার মা শীজ়ানকে নিয়ে ফের কিছু অভিযোগ আনেন। মেকআপ রুমের শৌচালয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়লেও নিজেকে পুরোপুরি শেষ করে দিতে পারেননি তুনিশা শর্মা। তুনিশাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। কিন্তু শীজ়ান তাঁকে দূরের হাসপাতালে নিয়ে যাওয়ার ফলেই মৃত্যু হয় তুনিশার। কাছাকাছি কোথাও ভর্তি করা হলে তুনিশাকে বাঁচানো যেত বলেই মনে করছেন অভিনেত্রীর মা বনিতা শর্মা। আপাতত তুনিশার মৃত্যুর মামলার পরবর্তী শুনানি রয়েছে ১১ জানুয়ারি। শেষমেশ কোন দিকে যায় এই মামলা, সেটা সময় বলবে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement