বিজয়ের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত আগেই দিয়েছিলেন তমন্না? ছবি: সংগৃহীত।
সম্পর্ক ভাঙছে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মার। দু’জনের রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। এমনকি সম্পর্কের কথা এগিয়ে গিয়েছিল বিয়ে পর্যন্ত। ২০২৫-এই নাকি গাঁটছড়া বাঁধার পরিকল্পনাও করছিলেন তাঁরা। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে চিড় ধরেছে বলে জানা যাচ্ছে। টানা দু’বছর সম্পর্কে ছিলেন। বিয়ের পরে একসঙ্গে থাকার জন্য বাড়িও খুঁজছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন। প্রশ্ন উঠছে, ঠিক কেন সম্পর্ক ভাঙছে?
এ নিয়ে কোনও মন্তব্য করেননি তমন্না বা বিজয়। শোনা যাচ্ছে, প্রেম ভাঙলেও পরস্পর বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখবেন। তবে এর মধ্যেই তমন্নার পুরনো একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই পোস্ট দেখে অনুরাগীদের আন্দাজ, সম্পর্কে বোঝাপড়ার অভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা।
গত ২৯ জানুয়ারি সমাজমাধ্যমে এই পোস্ট করেছিলেন তমন্না। তিনি লিখেছিলেন, “ভালবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল ভালবাসা দেওয়া। কারও মনোযোগ পাওয়ার সবচেয়ে বড় উপায় হল অপর জনকেও মনোযোগ দেওয়া। নিজেকে সকলের চোখে সুন্দর করে তোলার সবচেয়ে বড় পদ্ধতি হল, অন্যদেরও সুনজরে দেখা। বন্ধু পাওয়ার রাস্তা হল নিজেই ভাল বন্ধু হয়ে ওঠা।” সেই সময়ে তমন্নার এই পোস্ট নজর এড়িয়ে গিয়েছিল নেটাগরিকদের। কিন্তু বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই, সেই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিভিন্ন অনুষ্ঠানে তমন্না ও বিজয়কে একসঙ্গে দেখা যেত। বিজয়কে সব সময়ই তমন্নার খেয়াল রাখতে দেখা গিয়েছে। যে কোনও জায়গাতেই প্রেয়সীকে সম্মান দিতেন। বিজয়ের এই ব্যবহারেই মুগ্ধ ছিলেন তাঁর অনুরাগীরা।
উল্লেখ্য, তমন্নার সময়টা ভালই যাচ্ছিল। ‘আজ কি রাত’ গানের সঙ্গে নেচে অবিশ্বাস্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি। হাতে রয়েছে একাধিক কাজ। বিজয়ের হাতেও অনেকগুলি কাজ রয়েছে আগামী দিনে।