মাের অসুস্থতায় মানসিক ভাবে বিপর্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজস্ব চিত্র।
গুরুতর অসুস্থ ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। খবর পেয়ে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল নায়িকার সঙ্গে। তিনি জানিয়েছেন, তাঁর মায়ের কিডনির সমস্যা ছিল। সেটাই বেড়েছে। গত ১০ দিন ধরে নায়িকার মা দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি।
এখন কেমন আছেন তিনি? প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেছেন, “অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে। বৃহস্পতিবার ডায়ালিসিস হয়েছে। একাধিক পরীক্ষায় জানা গিয়েছে, প্লেটলেট রক্তচাপ কমে গিয়েছে। শরীরে আরও নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।” শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় চলে এসেছেন জামাই সঞ্জয় চক্রবর্তী। রয়েছেন নায়িকার ভাই। মুম্বই থেকে উড়ে এসেছেন নায়িকার মাসতুতো বোন।
অভিনেত্রীর কথায়, “ভেন্টিলেশন শব্দটা শুনলেই প্রত্যেকে ভয় পান। আমারও ভয় করছে। খুবই মনখারাপ। কিন্তু ইতিবাচক ভাবনাও ধরে রাখার চেষ্টা করছি। আমার মা খুব লড়াকু। তাই আশা, এই যুদ্ধেও জয়ী হয়ে ফিরবে।” বেশ কিছু বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন নন্দিতা সেনগুপ্ত। গত বছর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল একই সমস্যার কারণে।