Rambha

পথ দুর্ঘটনায় ‘জুড়ওয়া’র অভিনেত্রী, হাসপাতালে ভর্তি করাতে হল শিশুকন্যাকে

পথ দুর্ঘটনায় আহত অভিনেত্রীর মেয়ে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিওতে। নিজের ভাঙাচোরা গাড়ির ছবি দিয়ে দুঃসংবাদ ভাগ করে নেন সলমন খানের নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৫:৩৭
Share:

১ নভেম্বর মেয়েদের স্কুল থেকে নিয়ে ফিরছিলেন রম্ভা, সঙ্গে ছিলেন ন্যানিও। ফাইল চিত্র।

স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফিরছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রম্ভা।পথেই দুর্ঘটনা। পিছন থেকে তাঁদের গাড়িতে এসে ধাক্কা মারে আর একটি গাড়ি। রম্ভার গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে আহত হন অভিনেত্রী। তবে তাঁর চোট সামান্য। ছোট মেয়ে সাশার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিওতে। ইনস্টাগ্রামে নিজের ভাঙাচোরা গাড়ির ছবি দিয়ে দুঃসংবাদ ভাগ করে নেন দক্ষিণী তারকা। তবে প্রথম ছবিটি আহত কন্যা সাশার। হাসপাতালের শয্যায় শুয়ে সে। চিকিৎসা চলছে। মর্মান্তিক সেই দৃশ্যে শিউরে ওঠেন এক কালের সতীর্থরা। সাশা যাতে দ্রুত সেরে ওঠে, সবাই সেই প্রার্থনা করেন।

১৯৯৭ সালে ‘জুড়ওয়া’ ছবিতে নজর কেড়েছিলেন রম্ভা। দক্ষিণে বহু ছবিতে কাজ করেছেন তিনি। পর্দা ভাগ করেছেন রজনীকান্ত, কমল হাসন, বিজয় এবং অজিতের মতো তারকার সঙ্গে। ২০১০ সালে অভিনয়ে ইতি টানেন অভিনেত্রী। কানাডার ব্যবসায়ী ইন্থিরানকে বিয়ে করে সংসার পাতেন অন্টারিওতে। ২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন রম্ভা। তার আগে আছে দুই কন্যা, লাবণ্য এবং সাশা।

Advertisement

১ নভেম্বর মেয়েদের স্কুল থেকে নিয়ে ফিরছিলেন রম্ভা। সঙ্গে ছিলেন ন্যানিও। গাড়ি দুর্ঘটনার সময় সকলেই কমবেশি আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর সাশার। অভিনেত্রী হাসপাতাল থেকে মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, “খুব খারাপ সময় যাচ্ছে। আমাদের গাড়িকে ধাক্কা মেরেছে আর একটি গাড়ি। আমরা সবাই ঠিক আছি। অল্পস্বল্প যা চোট লেগেছিল, সামলে উঠেছি। কিন্তু আমার ছোট্ট সাশাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সবাই প্লিজ় ওর জন্য প্রার্থনা করুন।”

সোমবারই সাশার গাওয়া ফরাসি গানের ভিডিয়ো শেয়ার করেছিলেন মা রম্ভা। সাশা তার মাকে জড়িয়ে ধরে গাইছিল।তাকে নাচতেও দেখা যায় তাকে সেই ভিডিয়োতে। গরবিনি মা লিখেছিলেন, “আমার সাশার গাওয়া ফরাসি গান...”। তার পরের দিনই শয্যাশায়ী সাশার ছবি হৃদয়বিদারক বলে মনে করছেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement