সমুদ্র সৈকতে কার সঙ্গে বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন দিশা পাটনি?

ব্যস্ত রুটিন ফাঁকি দিয়ে হঠাৎ কোন সমুদ্রের ধারে অবসর উপভোগ করছেন নায়িকা? সেটা কিন্তু এখনও ‘সাসপেন্স’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১১:২৬
Share:

দিশা পাটনি।

ফের একবার সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন অভিনেত্রী দিশা পাটনি। ঝলমলে আকাশের নীচে, সমুদ্র সৈকতে ছুটির মেজাজে ধরা দিলেন দিশা। খোলা চুল, পরনে লাল রঙের টু পিস বিকিনি। সেই ছবি পোস্ট করে অনুরাগীদের হৃৎস্পন্দন বাড়িয়ে তুলেছেন নায়িকা।

Advertisement

ব্যস্ত রুটিন ফাঁকি দিয়ে হঠাৎ কোন সমুদ্রের ধারে অবসর উপভোগ করছেন নায়িকা? সেটা কিন্তু এখনও ‘সাসপেন্স’। ছবি দিলেও জায়গার নাম গোপনই রেখেছেন দিশা। তবে কি ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন? সেই প্রশ্নের উত্তরও এখনও অধরা। জ্যাকি-পুত্র টাইগারের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় দিশার। দু’জনকে একসঙ্গে দেখাও যায় বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়। প্রেমের জল গড়িয়েছে পরিবার পর্যন্ত। টাইগারের মা আয়েশা এবং বোন কৃষ্ণার সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা দিশার। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মেলে প্রমাণ। একসঙ্গে সময় কাটানো থেকে ইনস্টাগ্রামে খুনসুটি, সব মিলিয়ে দিশা এখন শ্রফ পরিবারের ‘ফেভারিট’। ইতিমধ্যেই তরুণ জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছে। রিয়েল লাইফের রসায়নের উত্তাপ ছড়িয়েছে রিলেও।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছবিতে বেড়ে চলেছে লাইক। ইতিমধ্যেই ২০ লক্ষ ছাড়িয়েছে লাইকের সংখ্যা। উপচে পড়ছে কমেন্ট। মাঝেমধ্যেই উষ্ণ আবেদনে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের তাক লাগিয়ে দেন দিশা। এ বারেও অন্যথা হয়নি। গত ফেব্রুয়ারি মাসে আদিত্য রায় কপূরের বিপরীতে ‘মলং’ ছবিতে দিশাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে।

A post shared by disha patani (paatni) (@dishapatani)

Advertisement

আরও পড়ুন: যতক্ষণ সেটে ততক্ষণ ‘রানি রাসমণি’ আর আমি একাকার

‘বিয়ের অনুমতি চাইতেই মায়ের হাতের আশীর্বাদী পদ্ম আমার মাথায়’​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement