Dia Mirza

‘ধর্ষণের দৃশ্যের পরে সারা শরীর কাঁপছিল, শুরু হয় বমি’, ঠিক কী ঘটেছিল দিয়া মির্জ়ার সঙ্গে?

‘কাফির’ ছবিতে এক নিরীহ পাকিস্তানি মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া। সেই মহিলা ভুলবশত পেরিয়ে আসেন পাকিস্তান-ভারত সীমান্ত। তার পরে তাঁকে জঙ্গি মনে করে আটক করা হয় এ দেশে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৯:০৩
Share:
Actress Dia Mirza recalled acting in a difficult scene in web series Kaafir

কী ঘটেছিল দিয়া মির্জ়ার সঙ্গে? ছবি: সংগৃহীত।

ধর্ষণের দৃশ্যে অভিনয় মোটেও সহজ নয়। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন দিয়া মির্জ়া। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল দিয়ার ওয়েব সিরিজ় ‘কাফির’। সেই সিরিজ়ই এ বার মুক্তি পাবে ছবির আকারে। ‘কাফির’-এ এক নিরীহ পাকিস্তানি মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া। সেই মহিলা ভুল করে পেরিয়ে আসেন পাকিস্তান-ভারত সীমান্ত। তার পরে তাঁকে জঙ্গি মনে করে ভারতে বন্দি করে রাখা হয়। এই ছবিরই ধর্ষণের একটি দৃশ্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দিয়া। ধর্ষণের দৃশ্যের পরে নাকি বমি করেছিলেন অভিনেত্রী।

Advertisement

দিয়া বলেছেন, “মনে আছে ধর্ষণের দৃশ্যের শুটিং। খুব কঠিন ছিল। শুটিং হয়ে যাওয়ার পরে আমার সারা শরীর কাঁপছিল। বমিও হয়েছিল, মনে আছে। পুরো দৃশ্যের শুটিং-এর পরে অসুস্থ বোধ করছিলাম। শারীরিক ভাবে ও মানসিক ভাবে এই দৃশ্য এমনই বেদনাদায়ক ছিল। ধর্ষণের দৃশ্যের তীব্রতা সাংঘাতিক। অনুভব করা যায় সেটা।”

হিমাচল প্রদেশে শুটিং হয়েছিল এই ছবির বেশির ভাগ দৃশ্যের। দিয়ার কথায়, “বেশ কিছু কঠিন মুহূর্ত ছিল এই ছবির শুটিং-এ। খুব সুন্দর পরিবেশে শুটিং করছিলাম আমরা। হিমাচলে ৩৬০ পাতার চিত্রনাট্যের শুটিং আমরা ৪৫ দিনে শেষ করেছিলাম। তাই শুটিং-এর মাঝে মাত্র ১৫-১৮ মিনিট বিরতি পেতাম। খুবই কঠিন ছিল সবটা। তবে এই ধরনের গল্প সচরাচর বলা হয় না। তাই এই সিরিজ় বা ছবি আমাদের কাছে একটি জয়।”

Advertisement

সত্য ঘটনা অবলম্বনেই নাকি তৈরি এই ছবি। ধর্ষিতার জায়গায় বার বার নিজেকে বসিয়ে ভেবেছিলেন দিয়া। তাই এই ছবির পরে মনের উপরেও প্রভাব পড়েছিল তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement