Aamir Ali

‘ব্যাগ দিয়ে নিতম্ব ঢেকে রাখতাম’, ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন আমির আলি

ভয়াবহ ঘটনার পরে সমকামী পুরুষদের এড়িয়ে চলতেন আমির। তবে পরে সেই ধারণাতেও বদল আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৮:০৭
Share:
Actor Aamir Ali revealed a horrific childhood experience

ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আমির আলি। ছবি: সংগৃহীত।

যৌন হেনস্থার শিকার হয়ে থাকেন পুরুষেরাও। এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা আমির আলিও। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন সেই অন্ধকার সময়ের কথা।

Advertisement

‘কাহানি ঘর ঘর কি’, ‘এক হাসিনা থি’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন আমির। এক সময়ে প্রাক্তন স্ত্রী সনজিদা শেখের সঙ্গে বিচ্ছেদ নিয়েও বিতর্কে জড়িয়েছেন। কিন্তু আগে কখনও ছেলেবেলার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাননি তিনি। ১৪ বছর বয়সে এক ভয়াবহ অভিজ্ঞতা হয় আমিরের। ট্রেনে যাওয়ার সময়ে ঘটনাটি ঘটে। ঘটনার পরে আমির সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কখনও ট্রেনে উঠবেন না।

আমির বলেছেন, “তখন আমার মাত্র ১৪ বছর বয়স। আমাকে এমন ভাবে স্পর্শ করা হয়েছিল, আমি ট্রেনে যাতায়াত করা বন্ধ করে দিই। আমি এমন ভাবে আমার স্কুলের ব্যাগ নিতাম, যাতে আমার নিতম্ব ঢাকা থাকে। কিন্তু তার পরে দেখি, আমার ব্যাগ থেকে কে যেন সব বই চুরি করে নিয়েছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। সিদ্ধান্ত নিই, আর আমি ট্রেনে চড়ব না।”

Advertisement

এই ঘটনার পরে সমকামী পুরুষদের এড়িয়ে চলতেন আমির। তবে পরে সেই ধারণাতেও বদল আসে। আমিরের এক বন্ধু নিজের যৌন আত্মপরিচয় প্রকাশ্যে আনার পরে ক্রমশ ধারণা বদলাতে থাকে আমিরের। বুঝতে পারেন, নিজের অতীতের সঙ্গে , সব ঘটনার তুলনা করা ঠিক নয়। অভিনেতার কথায়, “আমার কয়েক জন বন্ধুর সঙ্গে কথা হয়েছিল। ওরা জানিয়েছিল, পুরুষদের প্রতি ওদের প্রেমের অনুভূতি রয়েছে। আমি ওদের খুব ভাল ভাবেই চিনি। ওরা আমার ভাইয়ের মতো। ওদের সঙ্গে আমি এক বিছানাতেও শুতে পারি। তাই ভাবি, অতীতের তিক্ত অভিজ্ঞতা দিয়ে সবাইকে বিচার করা মোটেই ঠিক নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement