Ananya Panday

পরকীয়া সম্পর্ক নিয়ে কী বললেন এই অভিনেত্রী?

বাস্তব জীবনে পরকীয়া নিয়ে কী ভাবেন তিনি। সে কথায় সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানালেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৬:২৭
Share:

পরকীয়া নিয়ে নিজের মত জানালেন অনন্যা পাণ্ডে। ছবি অনন্যার ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

১৯৭৮-এর পরকীয়া বিষয়ক একটি ছবির রিমেক হবে। সেই ছবিতে তাঁকে ঘিরেই আবর্তিত হবে পরকীয়া সম্পর্ক। কিন্তু বাস্তব জীবনে পরকীয়া নিয়ে কী ভাবেন তিনি। সে কথায় সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানালেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে

Advertisement

বিআর চোপড়া পরিচালিত ‘পতি পত্নী অউর ও’ ছবির রিমেক বানানোর কাজ শুরু করবেন পরিচালক মুদাসার আজিজ। সেই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ২০ বছরের এই অভিনেত্রী। অনন্যা ছাড়াও ওই ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ান ও ভূমি পেদনেকারকেও। তবে সেক্রেটারি ভূমিকায় অভিনয় করা অনন্যাকে ঘিরেই আবর্তিত হবে সে ছবির পরকীয়া।

ছবিতে পরকীয়াকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আত্মবিশ্বাসী অনন্যা অবশ্য বাস্তবিক জীবনে পরকীয়া নিয়ে একেবারেই উৎসাহী নন। সাক্ষাৎকারের সময় পরকীয়া নিয়ে তিনি বলেছেন, ‘‘ব্যক্তি হিসাবে আমি এর ভীষণ বিরোধী। শুধু লোককে ঠকানো ও মিথ্যা কথা বলা আমার দ্বারা হয় না। তাই পরকীয়ার ব্যাপারে আমি স্বচ্ছন্দ নই।’’

Advertisement

আরও পড়ুন: ‘বিয়ের পর…’ ইনস্টাগ্রামে ‘জ্ঞান’ দিলেন বিদ্যা!

‘পতি পত্নী অউর ও’ ছবিতে রণজিৎ ও শ্রদ্ধা স্বামী ও স্ত্রী। তবে চাকরিতে রণজিতের পদোন্নতির পর তাঁর জীবনে প্রবেশ করে পার্সোনাল সেক্রেটারি নির্মলা। সেক্রেটারি গল্পে আসার পরই বিভিন্ন ওঠাপড়া শুরু হয় গল্পে। কিন্তু বাস্তবিক জীবনে ‘সেক্রেটারি নির্মলা’ যে পরকীয়াকে একদম পছন্দ করেন না তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: অরিজিনাল সাউন্ডস্কেপের নতুন প্রয়াস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement